Rail timing changed due to rain: টানা বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা,আমূল বদল ট্রেনের সূচিতে, বাতিল বহু ট্রেন, যাত্রা শুরুর আগে জেনে নিন

Last Updated:
Rail timing changed due to rain: দূরপাল্লার ট্রেনে যারা সফর করতে চাইছেন তারা রেলের সূচি জেনে নিন-
1/7
জলের তলায় শহর কলকাতা। জলমগ্ন কলকাতা স্টেশন, টিকিয়াপাড়া রেল ইয়ার্ডও। এই পরিস্থিতিতে বাধ্যতই বহু ট্রেন বাতিল করছে রেল। সূচিও পরিবর্তিত হচ্ছে বহু ট্রেনের। শেষ মুহূর্তে বদলে যাচ্ছে ট্রেন ছাড়ার স্থান। দূরপাল্লার ট্রেনে যারা সফর করতে চাইছেন তারা রেলের সূচি জেনে নিন।
জলের তলায় শহর কলকাতা। জলমগ্ন কলকাতা স্টেশন, টিকিয়াপাড়া রেল ইয়ার্ডও। এই পরিস্থিতিতে বাধ্যতই বহু ট্রেন বাতিল করছে রেল। সূচিও পরিবর্তিত হচ্ছে বহু ট্রেনের। শেষ মুহূর্তে বদলে যাচ্ছে ট্রেন ছাড়ার স্থান। দূরপাল্লার ট্রেনে যারা সফর করতে চাইছেন তারা রেলের সূচি জেনে নিন।
advertisement
2/7
এদিন কলকাতা থেকে তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে। কলকাতা- লালগোলা এক্সপ্রেস, হলদিবাড়ি স্পেশাল এবং বালুরঘাট স্পেশাল আজ চলবে না।
এদিন কলকাতা থেকে তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে। কলকাতা- লালগোলা এক্সপ্রেস, হলদিবাড়ি স্পেশাল এবং বালুরঘাট স্পেশাল আজ চলবে না।
advertisement
3/7
সীতামারি-কলকাতা, রাধিকাপুর-কলকাতা, গাজীপুর-কলকাতা- এই তিনটি ট্রেন কলকাতার বদলে যথাক্রমে কাঁকিনাড়া, বেলঘড়িয়া ও দমদম পর্যন্ত আসবে।
সীতামারি-কলকাতা, রাধিকাপুর-কলকাতা, গাজীপুর-কলকাতা- এই তিনটি ট্রেন কলকাতার বদলে যথাক্রমে কাঁকিনাড়া, বেলঘড়িয়া ও দমদম পর্যন্ত আসবে।
advertisement
4/7
গোরখপুর কলকাতা স্পেশাল ট্রেনটি কলকাতার বদলে শিয়ালদহে আসবে। ট্রেনটি ছাড়বেও শিয়ালদহ থেকেই।
গোরখপুর কলকাতা স্পেশাল ট্রেনটি কলকাতার বদলে শিয়ালদহে আসবে। ট্রেনটি ছাড়বেও শিয়ালদহ থেকেই।
advertisement
5/7
জম্মু তাওয়াই স্পেশাল ট্রেনের সময় বদল হচ্ছে সকাল ১১ টা ৪৫ মিনিটের এর বদলে ট্রেনটি ছাড়বে দুপুর ২টো ৪৫ মিনিটে।
জম্মু তাওয়াই স্পেশাল ট্রেনের সময় বদল হচ্ছে সকাল ১১ টা ৪৫ মিনিটের এর বদলে ট্রেনটি ছাড়বে দুপুর ২টো ৪৫ মিনিটে।
advertisement
6/7
অমৃতসর স্পেশাল দুপুর ১২ টা ১০ মিনিটের বদলে ছাড়বে দুপুর ৩টে ২০ তে।
অমৃতসর স্পেশাল দুপুর ১২ টা ১০ মিনিটের বদলে ছাড়বে দুপুর ৩টে ২০ তে।
advertisement
7/7
হাওড়া মালদহ স্পেশাল দুপুর ৩টে ৫০ মিনিটের বদলে ছাড়বে বিকেল ৪টে ৩০ মিনিটে।
হাওড়া মালদহ স্পেশাল দুপুর ৩টে ৫০ মিনিটের বদলে ছাড়বে বিকেল ৪টে ৩০ মিনিটে।
advertisement
advertisement
advertisement