Urfi Javed Viral Photos|| প্রায় খোলা শরীর! ছাপা টুকরো কাপড়ে লজ্জা ঢেকে 'লেডি টাইগার' রূপে উরফি, ভাইরাল ছবি...

Last Updated:
Urfi Javed Viral Photos: উরফি জাভেদ তাঁর পোশাক এবং স্পষ্ট বক্তব্যের জন্য মাত্র কিছুদিনের মধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি তার অনন্য ফ্যাশন সেন্সের কারণে ট্রোলের শিকার হন প্রায় নিত্য দিন। আবার, অনেকেই উরফি জাভেদের ছবি দেখতে পছন্দ করেন।
1/8
*উরফি জাভেদ তাঁর পোশাক এবং স্পষ্ট বক্তব্যের জন্য মাত্র কিছুদিনের মধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি তার অনন্য ফ্যাশন সেন্সের কারণে ট্রোলের শিকার হন প্রায় নিত্য দিন। আবার, অনেকেই উরফি জাভেদের ছবি দেখতে পছন্দ করেন। ছবি: ইনস্টাগ্রাম।
*উরফি জাভেদ তাঁর পোশাক এবং স্পষ্ট বক্তব্যের জন্য মাত্র কিছুদিনের মধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি তার অনন্য ফ্যাশন সেন্সের কারণে ট্রোলের শিকার হন প্রায় নিত্য দিন। আবার, অনেকেই উরফি জাভেদের ছবি দেখতে পছন্দ করেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/8
 *উরফির সাম্প্রতিক ছবিগুলিতে অবশ্য তাঁকে অনেকেই প্রশংসা করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
*উরফির সাম্প্রতিক ছবিগুলিতে অবশ্য তাঁকে অনেকেই প্রশংসা করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/8
*উরফিতাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'আপনি যেমন আছেন তেমনই থাকুন, সেখানেই আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন।' নেটিজেনরা ছবির কমেন্টে তাঁকে গর্জিয়াস, বিউটিফুল লিখে ভালবাসা প্রকাশ করেছেন। তার পোশাক দেখে একজন ব্যবহারকারী লিখেছেন, 'লেডি টাইগার'। ছবি: ইনস্টাগ্রাম।
*উরফিতাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'আপনি যেমন আছেন তেমনই থাকুন, সেখানেই আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন।' নেটিজেনরা ছবির কমেন্টে তাঁকে গর্জিয়াস, বিউটিফুল লিখে ভালবাসা প্রকাশ করেছেন। তার পোশাক দেখে একজন ব্যবহারকারী লিখেছেন, 'লেডি টাইগার'। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/8
 *উরফি তার সাহসী লুকে মানুষকে মোহিত করে তোলেন। উরফি ইনস্টাগ্রামে খুবই সক্রিয়। ছবি: ইনস্টাগ্রাম।
*উরফি তার সাহসী লুকে মানুষকে মোহিত করে তোলেন। উরফি ইনস্টাগ্রামে খুবই সক্রিয়। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*সম্প্রতি, সুজান খানের (Sussanne Khan) বোন ফারাহ খান আলি (Farah Khan Ali) বলেছেন, উরফিকে তাঁর জঘন্য ড্রেসিং সেন্সের জন্য তিরস্কার করা উচিৎ। ছবি: ইনস্টাগ্রাম।
*সম্প্রতি, সুজান খানের (Sussanne Khan) বোন ফারাহ খান আলি (Farah Khan Ali) বলেছেন, উরফিকে তাঁর জঘন্য ড্রেসিং সেন্সের জন্য তিরস্কার করা উচিৎ। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/8
*টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে উরফি জানান, একজন কাস্টিং ডিরেক্টর তাকে বলেছিলেন তাঁর খারাপ ইমেজের কারণে তিনি টিভিতে কাজ পাবেন না। ছবি: ইনস্টাগ্রাম।
*টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে উরফি জানান, একজন কাস্টিং ডিরেক্টর তাকে বলেছিলেন তাঁর খারাপ ইমেজের কারণে তিনি টিভিতে কাজ পাবেন না। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/8
*তার উত্তরে উরফি জাভেদ বলেন, 'ইন্ডাস্ট্রি আমাকে মানতে রাজি নয়। তারা পরিবর্তন মেনে নিতে প্রস্তুত নয়।' ছবি: ইনস্টাগ্রাম।
*তার উত্তরে উরফি জাভেদ বলেন, 'ইন্ডাস্ট্রি আমাকে মানতে রাজি নয়। তারা পরিবর্তন মেনে নিতে প্রস্তুত নয়।' ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*উরফি জাভেদ আরও বলেছেন, 'সম্প্রতি, আমি একজন কাস্টিং ডিরেক্টরের সাথে দেখা করেছি, যিনি আমাকে বলেন আপনি আর টেলিভিশনে কাজ পাবেন না। আপনার ভাবমূর্তি খুবই নোংরা হয়ে গিয়েছে।' ছবি: ইনস্টাগ্রাম।
*উরফি জাভেদ আরও বলেছেন, 'সম্প্রতি, আমি একজন কাস্টিং ডিরেক্টরের সাথে দেখা করেছি, যিনি আমাকে বলেন আপনি আর টেলিভিশনে কাজ পাবেন না। আপনার ভাবমূর্তি খুবই নোংরা হয়ে গিয়েছে।' ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement