Tollywood Actress Wedding: টুকটুকে লাল শাড়ি, গা ভর্তি সোনার গয়না, বিয়ে সারলেন অভিনেত্রী পায়েল, পাত্রকে চিনে নিন...

Last Updated:
Tollywood Actress Wedding: অভিনেত্রী পায়েল দীর্ঘ ২ বছর ধরে ডেট করছেন কলকাতার ব্যবসায়ী শিখর ট্যান্ডনের সঙ্গে। সম্প্রতি তাঁদের রোকা সেরিমনি বা বাগদান সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁরা সামাজিক বিয়ে সারবেন।
1/9
*টেলিপাড়ায় ফের খুশির খবর। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বাংলা মেগা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পায়েল দেব। রথযাত্রার দিনে ছিল রোকা সেরিমনি। পঞ্জাবি পরিবারের বউ হবেন পায়েল। ছবিঃ সংগৃহীত।
*টেলিপাড়ায় ফের খুশির খবর। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বাংলা মেগা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পায়েল দেব। রথযাত্রার দিনে ছিল রোকা সেরিমনি। পঞ্জাবি পরিবারের বউ হবেন পায়েল। ছবিঃ সংগৃহীত।
advertisement
2/9
*পায়েল অবশ্য নিজের নামের চেয়ে 'এই পথ যদি না শেষ হয়' সিরিয়ালের 'মুমু দিদি' বা 'কে আপন কে পর' সিরিয়ালের চরিত্রের নামে অধিক পরিচিত অনুরাগীদের কাছে। বর্তমানে অবশ্য তিনি অভিনয় করছেন 'রাঙা বউ' ধারাবাহিকে সীমন্তিনী চরিত্রে অভিনয় করছেন। ছবিঃ সংগৃহীত।
*পায়েল অবশ্য নিজের নামের চেয়ে 'এই পথ যদি না শেষ হয়' সিরিয়ালের 'মুমু দিদি' বা 'কে আপন কে পর' সিরিয়ালের চরিত্রের নামে অধিক পরিচিত অনুরাগীদের কাছে। বর্তমানে অবশ্য তিনি অভিনয় করছেন 'রাঙা বউ' ধারাবাহিকে সীমন্তিনী চরিত্রে অভিনয় করছেন। ছবিঃ সংগৃহীত।
advertisement
3/9
*অভিনেত্রী পায়েল দীর্ঘ ২ বছর ধরে ডেট করছেন কলকাতার ব্যবসায়ী শিখর ট্যান্ডনের সঙ্গে। সম্প্রতি তাঁদের রোকা সেরিমনি বা বাগদান সম্পন্ন হয়েছে। তবে এখনই তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন না। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁরা সামাজিক বিয়ে সারবেন। সেদিনই হবে আইনি বিয়ে। শোনা গিয়েছে বাঙালি এবং পঞ্জাবি...দুই মতেই হবে বিয়ে। ছবিঃ সংগৃহীত।
*অভিনেত্রী পায়েল দীর্ঘ ২ বছর ধরে ডেট করছেন কলকাতার ব্যবসায়ী শিখর ট্যান্ডনের সঙ্গে। সম্প্রতি তাঁদের রোকা সেরিমনি বা বাগদান সম্পন্ন হয়েছে। তবে এখনই তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন না। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁরা সামাজিক বিয়ে সারবেন। সেদিনই হবে আইনি বিয়ে। শোনা গিয়েছে বাঙালি এবং পঞ্জাবি...দুই মতেই হবে বিয়ে। ছবিঃ সংগৃহীত।
advertisement
4/9
*পায়েল-শিখরের বাগদান সম্পন্ন হয়েছে একেবারে কাছের মানুষদের নিয়ে। পরিবারের সদস্যদের পাশাপাশি, সেখানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা। ছবিঃ সংগৃহীত।
*পায়েল-শিখরের বাগদান সম্পন্ন হয়েছে একেবারে কাছের মানুষদের নিয়ে। পরিবারের সদস্যদের পাশাপাশি, সেখানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা। ছবিঃ সংগৃহীত।
advertisement
5/9
*অনুষ্ঠানে পায়েল সেজেছিলেন টুকটুকে লাল শাড়িতে, সঙ্গে পরেছিলেন সোনার গয়না। একেবারে ন্যাচেরাল মেক-আপ তাঁর গ্ল্যামর আরও কিছুটা বাড়িয়েছিল। অন্যদিকে, প্রেমিক শিখর এই বিশেষ দিনে পরেছিলেন অফ-হোয়াইট কুর্তা-পাজামা। ছবিঃ সংগৃহীত।
*অনুষ্ঠানে পায়েল সেজেছিলেন টুকটুকে লাল শাড়িতে, সঙ্গে পরেছিলেন সোনার গয়না। একেবারে ন্যাচেরাল মেক-আপ তাঁর গ্ল্যামর আরও কিছুটা বাড়িয়েছিল। অন্যদিকে, প্রেমিক শিখর এই বিশেষ দিনে পরেছিলেন অফ-হোয়াইট কুর্তা-পাজামা। ছবিঃ সংগৃহীত।
advertisement
6/9
*পায়েল এবং শিখরের রোকা সেরমনিতে উপস্থিত ছিলেন মদন মিত্র। ছবিঃ সংগৃহীত।
*পায়েল এবং শিখরের রোকা সেরমনিতে উপস্থিত ছিলেন মদন মিত্র। ছবিঃ সংগৃহীত।
advertisement
7/9
*পায়েল এবং শিখরের প্রেমের নেপথ্যে ছিল নিখাদ বন্ধুত্ব। টেলিপাড়ায় নিত্য যাতায়াত করা শিখরের সঙ্গে পায়েলের পরিচয় হয়েছিল 'কমন ফ্রেন্ড'-র সূত্রেই। সাধারণ পরিচিতের তকমা ঝেড়ে ফেলে অল্প কয়েকদিনের তাঁরা বন্ধু হয়ে ওঠেন। ছবিঃ সংগৃহীত।
*পায়েল এবং শিখরের প্রেমের নেপথ্যে ছিল নিখাদ বন্ধুত্ব। টেলিপাড়ায় নিত্য যাতায়াত করা শিখরের সঙ্গে পায়েলের পরিচয় হয়েছিল 'কমন ফ্রেন্ড'-র সূত্রেই। সাধারণ পরিচিতের তকমা ঝেড়ে ফেলে অল্প কয়েকদিনের তাঁরা বন্ধু হয়ে ওঠেন। ছবিঃ সংগৃহীত।
advertisement
8/9
*পায়েল এবং শিখরের বন্ধুত্ব জেট গতিতে প্রেমে পরিণত হয়। তারপর ২ বছর কেটে গিয়েছে। বর্তমানে তাঁরা একে অপরের জীবনসঙ্গী হিসেবে বাকি জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ। আগেমী বছরের ডিসেম্বরে সেরে নেবেন সামাজিক বিয়েও। ছবিঃ সংগৃহীত।
*পায়েল এবং শিখরের বন্ধুত্ব জেট গতিতে প্রেমে পরিণত হয়। তারপর ২ বছর কেটে গিয়েছে। বর্তমানে তাঁরা একে অপরের জীবনসঙ্গী হিসেবে বাকি জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ। আগেমী বছরের ডিসেম্বরে সেরে নেবেন সামাজিক বিয়েও। ছবিঃ সংগৃহীত।
advertisement
9/9
*পায়েল এবং শিখর দুজনেই উত্তর কলকাতার বাসিন্দা। শিখর ট্যান্ডনের বাড়িতেই হয়েছিল অনুষ্ঠানের আয়োজন। রথের দিন অনুষ্ঠান হওয়ায় একেবারে নিরামিষ ছিল মেনু। সম্ভবত রোকার পরেই পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। ছবিঃ সংগৃহীত।
*পায়েল এবং শিখর দুজনেই উত্তর কলকাতার বাসিন্দা। শিখর ট্যান্ডনের বাড়িতেই হয়েছিল অনুষ্ঠানের আয়োজন। রথের দিন অনুষ্ঠান হওয়ায় একেবারে নিরামিষ ছিল মেনু। সম্ভবত রোকার পরেই পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। ছবিঃ সংগৃহীত।
advertisement
advertisement
advertisement