Purulia News: যাত্রা নিয়ে বড় খবর! হারাতে বসা শিল্প বাঁচাতে নয়া উদ্যোগ, কোমর বেঁধে নেমে পড়লেন শিল্পীরা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: যাত্রার খরচ ব্যয়বহুল হয়ে যাওয়ায় বিগত দিনে তা বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি শিল্পীরা এই যাত্রাশিল্পকে পুনরায় ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ বিলুপ্তির পথে গ্রামবাংলার যাত্রাপালা। এই অবস্থায় যাত্রাশিল্পকে বাঁচাতে উদ্যোগী হয়েছেন শিল্পীরা। যাত্রাপালার মধ্যে দিয়ে বেঁচে রয়েছে গ্রামবাংলার পুরনো ঐতিহ্য। বহু মানুষ আজও যাত্রাপালা দেখতে ভিড় করেন। সম্প্রতি পুরুলিয়ার মানবাজার ব্লকে ভূতামমোড় মা রক্ষাকালী পঞ্চ গ্রামীণ যাত্রা কমিটির উদ্যোগে যাত্রাপালার আয়োজন করা হয়। মোট ১২ জন গ্রামীণ শিল্পী ও ৪-৫ জন বাইরে থেকে আসা মহিলা শিল্পীদের নিয়ে এই যাত্রাপালা হয়। এককালে পুরুষেরাই মহিলাদের অভিনয় করতেন। পরবর্তীতে যাত্রার কদর বাড়ায় মহিলা শিল্পীরাও যোগদান করেন। আলোকসজ্জা, রূপসজ্জা ও সুরধ্বনির জন্য এখনও বাইরে থেকে লোক আনতে হয়।
বর্তমানে যাত্রাপালায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। তবে যাত্রার খরচ ব্যয়বহুল হয়ে যাওয়ায় বিগত দিনে তা বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি শিল্পীরা এই যাত্রাশিল্পকে পুনরায় ফিরিয়ে আনতে কমিটি গঠন করেন। তাঁদের উদ্যোগে ও এলাকার মানুষের সহযোগিতায় নতুন করে যাত্রাপালার পথচলা শুরু হয়েছে। কালীপুজো ও বঁদনা পরবকে কেন্দ্র করে ভূতাম মোড় কালীমন্দির প্রাঙ্গনে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। যাত্রা দেখতে আসা এলাকার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
advertisement
আরও পড়ুনঃ দীপাবলি ও ছট উৎসব শেষে কাজে ফেরার পালা! আদ্রা ডিভিশনে চলবে ৩৬টি পুজো স্পেশাল ট্রেন
এই বিষয়ে শিল্পীরা জানান, এককালে তাঁদের যাত্রাপালা খুবই জনপ্রিয় ছিল। সময়ের পরিবর্তনে তা বন্ধ হয়ে যায়। কিন্তু মানুষের মধ্যে যাত্রাশিল্প বাঁচিয়ে রাখতে তাঁরা পুনরায় এই যাত্রাপালার সূচনা করেছেন। এলাকার মানুষদের সহযোগিতাতেই এই যাত্রাপালা চলছে। মানুষের উৎসাহ যত বাড়ছে, শিল্পীদের যাত্রা করার ইচ্ছাও তত দৃঢ় হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধীরে ধীরে বিলুপ্তির পথে এগোচ্ছিল গ্রামবাংলার যাত্রাপালা। তবে আস্তে আস্তে ফের মানুষের মধ্যে যাত্রা দেখার প্রবণতা বাড়ছে। তাই শিল্পীরাও এই যাত্রাশিল্পকে বাঁচানোর তাগিদে লড়াই চালিয়ে যাচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 01, 2025 6:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: যাত্রা নিয়ে বড় খবর! হারাতে বসা শিল্প বাঁচাতে নয়া উদ্যোগ, কোমর বেঁধে নেমে পড়লেন শিল্পীরা
