বর্ধমানের শীতকালীন 'এই' সবজি পাড়ি দিচ্ছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা! ভুরি ভুরি টাকার মুখ দেখছেন চাষিরা, অথচ শীতের শেষে ঠাঁই গরুর পেটে
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Cauliflower Export: রাজ্য ছাড়িয়ে এখন ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পূর্বস্থলীর 'এই' শীতকালীন সবজি। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা-সহ আরও বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী প্রতি পিস ১৮ থেকে ২০ টাকা অবধি দাম পাচ্ছেন চাষিরা।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলা রাজ্যের ধানের গোলা নামে পরিচিত। কিন্তু ধান চাষের পাশাপাশি সবজি চাষের জন্যও এই জেলার পূর্বস্থলী এলাকার ভাল খ্যাতি রয়েছে। পূর্বস্থলী এলাকায় চাষ হয় বিভিন্ন ধরনের সবজি। সেরকমই এবার পূর্বস্থলী এলাকার চাষিরা লাভবান হচ্ছেন শীতের ফুলকপি বিক্রি করে।
রাজ্য ছাড়িয়ে এখন ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পূর্বস্থলীর ফুলকপি। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা-সহ আরও বিভিন্ন জায়গায় ফুলকপি পৌঁছে যাচ্ছে। পূর্বস্থলী ২ নম্বর ব্লকে রয়েছে কালেখাতলা সবজি বাজার। এই বাজারে ভিড় জমাচ্ছেন ভিন রাজ্যের পাইকারি ব্যবসায়ীরা। এখান থেকে ফুলকপি কিনে তারপর লরিতে চাপিয়ে নিয়ে যাচ্ছেন তাদের রাজ্যে। এই সময় দাম বেশি মেলায় চাষিদের মুখেও যথেষ্ট আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ ভোজন রসিক বাঙালির জন্য দারুণ সুখবর! খুলে গেল হরিণঘাটা মিটের নতুন আউটলেট, স্বল্পমূল্যে টার্কি, হাঁস, কোয়েলের মাংস, কোথায় জানুন
ফুলকপি চাষি তরুণ রায় বলেন, “ফুলকপি চাষ করে আমরা খুব খুশি। এখন বেশ ভাল দাম পাচ্ছি। এভাবেই চলতে থাকলে ফুলকপি চাষ করে লাভ করা সম্ভব”। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অনেকেই ফুলকপি চাষ করেছেন। ফলনও বেশ ভালই হয়েছে। চাষিরা বস্তা ভর্তি করে বাজারে নিয়ে আসছেন শয়ে শয়ে ফুলকপি। ফুলকপির আকার অনুযায়ী নির্ধারিত হচ্ছে দাম। আর ফলন ভাল হওয়ার কারণে কমবেশি প্রায় প্রত্যেক চাষি ভাল দাম পাচ্ছেন।
advertisement
advertisement
আড়তদার ক্ষুদিরাম মাহাতো বলেন, “এখন চাষিরা ফুলকপি বিক্রি করে বেশ ভালই দাম পাচ্ছে। সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী প্রতি পিস ১৮ থেকে ২০ টাকা অবধি দাম পাচ্ছে। এই ফুলকপি আবার ভিন রাজ্যেও যাচ্ছে”।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে শীতের শেষের দিকে বা শীত শেষ হওয়ার কিছুটা আগে সেভাবে দাম মেলে না ফুলকপির। অনেকসময় ১ টাকাতে ফুলকপি বিক্রি আবার দাম না মেলার জন্য গরুকে ফুলকপি খাওয়ানোর ছবিও দেখা গিয়েছে। তবে এখন কিন্তু ছবি একেবারে আলাদা। শীতের মরশুম শুরু হওয়ার মুখে ফুলকপি বিক্রি করে আনন্দিত চাষিরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 01, 2025 6:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমানের শীতকালীন 'এই' সবজি পাড়ি দিচ্ছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা! ভুরি ভুরি টাকার মুখ দেখছেন চাষিরা, অথচ শীতের শেষে ঠাঁই গরুর পেটে
