Haringhata Meat: ভোজন রসিক বাঙালির জন্য দারুণ সুখবর! খুলে গেল হরিণঘাটা মিটের নতুন আউটলেট, স্বল্পমূল্যে টার্কি, হাঁস, কোয়েলের মাংস, কোথায় জানুন

Last Updated:

Haringhata Meat: ভোজন রসিক বাঙালির জন্য দারুণ সুখবর। খুলে গেল হরিণঘাটা মিটের নতুন আউটলেট। টার্কি মুরগি, হাঁস, ও কোয়েল পাখির মাংস ছাড়াও মিলবে হরিণঘাটার মধু, ডিম, বোতলজাত জল, এবং আরও নানা ধরনের প্রাণিসম্পদজাত পণ্য। তাও আবার স্বল্পমূল্যে।

+
হরিণঘাটা মিট

'হরিণঘাটা মিট' এখন পুরুলিয়ায়

পুরুলিয়া, শান্তনু দাস: ‘হরিণঘাটা মিট’ এবার পুরুলিয়া জেলায়। রাজ্য সরকারের উদ্যোগে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে ‘হরিণঘাটা মিট’-এর এই সরকারি আউটলেটে স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে হরিণঘাটার নামকরা টার্কি মুরগি, হাঁস, ও কোয়েল পাখির মাংস। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন দফতর পরিচালিত এই ‘হরিণঘাটা মিট’ শহরবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু মাংসই নয়, পাওয়া যাচ্ছে হরিণঘাটার মধু, ডিম, বোতলজাত জল, এবং আরও নানা ধরনের প্রাণিসম্পদজাত পণ্য।
জানা যায়, ‘হরিণঘাটা মিট’ থেকে প্রসেসিং করা মাংস প্যাকেটিং করে এই আউটলেটে আনা হচ্ছে। বাজারদরের তুলনায় এখানে মাংসের দাম অনেক কম, ফলে সাধারণ মানুষও সহজেই ভাল মানের মাংস কিনতে পারছেন। এছাড়াও, গ্রাহকদের সুবিধার জন্য এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে, যা শহরবাসীর কাছে বাড়তি পাওনা।
advertisement
advertisement
হরিণঘাটা মিট
হরিণঘাটা মিট
রাজ্য সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল, স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। এর মাধ্যমে এলাকায় কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। রঘুনাথপুরের হরিণঘাটা মিট আউটলেটের ব্যবসায়ী বিশ্বজিৎ মুখার্জী জানান, ‘হরিণঘাটা মিট হচ্ছে সরকারের একটি বিশেষ উদ্যোগ। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই আউটলেট খোলা হয়েছে এবং সব জায়গাতেই প্রচুর চাহিদা রয়েছে। রঘুনাথপুরেও সেই ধারাবাহিকতায় মানুষের আগ্রহ ও চাহিদা দিনে দিনে বাড়ছে’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘হরিণঘাটা মিট’ ইতিমধ্যেই একটি বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার পুরুলিয়ার রঘুনাথপুরেও সেই সাফল্যের গল্প যোগ হল নতুন অধ্যায়ে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Haringhata Meat: ভোজন রসিক বাঙালির জন্য দারুণ সুখবর! খুলে গেল হরিণঘাটা মিটের নতুন আউটলেট, স্বল্পমূল্যে টার্কি, হাঁস, কোয়েলের মাংস, কোথায় জানুন
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement