জলে পড়ে আর উঠতে পারেননি! ভেসে উঠল দেহ, অতিরিক্ত নেশাই কি তবে প্রাণ কাড়ল যুবকের? হিঙ্গলগঞ্জে কান্নার রোল

Last Updated:

Hingalganj: সকালে কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। রাতে পাশের গ্রাম থেকে উদ্ধার দেহ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেতারচকে জলে ডুবে মৃত্যু হয়েছে বিকাশ হালদারের (২৭)। পুলিশের অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন যুবক।

হিঙ্গলগঞ্জে জলে ডুবে যুবকের মৃত্যু
হিঙ্গলগঞ্জে জলে ডুবে যুবকের মৃত্যু
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: হিঙ্গলগঞ্জের দুলদুলির কেতারচকে নেশার ঘোরে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেতারচকে জলে ডুবে মৃত যুবকের নাম বিকাশ হলদার। বয়স ২৭। পিতা দীপঙ্কর হলদার।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, শুক্রবার সকালে কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিকাশ। সকাল গড়িয়ে বিকাল হয়ে যায়। কিন্তু তিনি বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন দুশ্চিন্তা শুরু করেন। এরপর পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা মিলে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করেন।
আরও পড়ুনঃ  মর্মান্তিক! বিদ্যুতের খুঁটিতে হেলান দেওয়া সাইকেলে হাত দিতেই ঝটকা, ছটফট করে চোখের নিমেষে শেষ নাবালক
রাতেই পাশের গ্রামের মানুষজন রাস্তার ধারে ধানের ক্ষেতে একটি দেহ পড়ে থাকতে দেখেন। সেই খবর আসে বিকাশের বাড়িতেও। বাড়ির লোক দ্রুত সেখানে পৌঁছন। ঘটনাস্থলে এসে বিকাশের দেহ শনাক্ত করেন। হিঙ্গলগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাঝরাতে হঠাৎই ছাগল-ঘরে আগুন! জ্বলছে নিরীহ প্রাণীরা, বাঁচাতে গিয়ে পুড়ে মৃত্যু বৃদ্ধ গৃহকর্তার, দেখুন কী অবস্থা হয়েছে
যুবকের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত নেশা করে জলে পড়ে গিয়ে আর উঠতে না পেরে মৃত্যু হয়েছে বিকাশের। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলে পড়ে আর উঠতে পারেননি! ভেসে উঠল দেহ, অতিরিক্ত নেশাই কি তবে প্রাণ কাড়ল যুবকের? হিঙ্গলগঞ্জে কান্নার রোল
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement