Fire: মাঝরাতে হঠাৎই ছাগল-ঘরে আগুন! জ্বলছে নিরীহ প্রাণীরা, বাঁচাতে গিয়ে পুড়ে মৃত্যু বৃদ্ধ গৃহকর্তার, দেখুন কী অবস্থা হয়েছে
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Burdwan: গভীর রাতে বাড়ির ছাগল ঘরে আচমকাই লাগল আগুন। মুহূর্তে গ্রাস করে চারিদিক। আগুন নেভাতে গিয়ে পুড়ে মৃত্যু বৃদ্ধ গৃহকর্তা। ২৩টি ছাগলও পুড়ে গিয়েছে। ঘটনাস্থলেই মারা গিয়েছে ১৯টি ছাগল। বাকিরা মারাত্মকভাবে আহত।
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত নিচু চাপাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে আচমকাই আগুন লাগে স্থানীয় বাসিন্দা নিখিল অধিকারীর বাড়ির ছাগল থাকার ঘরে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement
advertisement







