Raas Purnima 2025: স্বর্গ নেমে আসবে মর্ত্যে! রাস উৎসবে শ্রীরামপুরে অভিনব আয়োজন, নবদ্বীপ-শান্তিপুর ছেড়ে একবার ঘুরে আসতে পারেন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Raas Purnima 2025: শ্রীরামপুরে কল্পনার স্বর্গ যেন সত্যি রূপে দেখা দেবে। 'স্বর্গ তব বোধে' থিমের মাধ্যমে স্বর্গের এক অপূর্ব রূপকথার জগৎ ফুটিয়ে তোলা হবে।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ স্বর্গ, এই শব্দটি শুনলেই যেন মনে ভেসে ওঠে এক অলৌকিক জগতের ছবি। শান্তি, আনন্দ ও অপরূপ সৌন্দর্যে ভরা সেই স্বর্গের চেহারা ঠিক কেমন, তা নিয়ে মানুষের কৌতূহল প্রচুর। কেউ মনে করেন, স্বর্গ মানে সুখের ঠিকানা, কেউ বলেন, পাপমোচনের পর প্রাপ্ত মুক্তির স্থান। ‘স্বর্গ’ শব্দটি ঘিরে এমন বহু ধারণা, বহু ব্যাখ্যা রয়েছে। তবে এবার পূর্ব বর্ধমানের শ্রীরামপুরে সেই কল্পনার স্বর্গ যেন সত্যি রূপে দেখা দেবে।
কয়েকদিন পরেই রাসপূর্ণিমা। প্রতি বছর শ্রীরামপুরে বর্ণময় রাস উৎসবের আসর বসে। নবদ্বীপ ও শান্তিপুরের মতোই শ্রীরামপুরেও রাস উৎসব আজ ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। প্রায় ৮০টিরও বেশি পুজো কমিটি এক বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যেখানে নানা অভিনব থিমে সেজে উঠবে প্রতিটি মণ্ডপ। থিমের বৈচিত্র্য, প্রতিমার শৈল্পিকতা, আলো-সাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান- সব মিলিয়ে শ্রীরামপুরের রাস মানেই এক অন্যরকম অভিজ্ঞতা।
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনার কবলে বাংলাদেশ থেকে আগত পুণ্যার্থীদের বাস! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল কন্টেনার, আহত ২৩
এবারের রাস উৎসবে দক্ষিণ শ্রীরামপুর গঙ্গা মাতা পুজো কমিটি ২৩ তম বর্ষে পদার্পণ করছে। প্রতি বছরের মতো এবারও তাঁরা দর্শকদের জন্য এক চমকপ্রদ থিম নিয়ে আসছে। এবার তাঁদের নিবেদন ‘স্বর্গ তব বোধে’। এই থিমের মাধ্যমে স্বর্গের এক অপূর্ব রূপকথার জগৎ ফুটিয়ে তোলা হবে।
advertisement
advertisement
থিম প্রস্তুতকারক পিন্টু সিকদার বলেন, “স্বর্গ তব বোধে অর্থাৎ স্বর্গ তোমার বিবেকে। একজন শিশুর কাছে স্বর্গ তাঁর মায়ের কোল এবং মায়ের কাছে ছেলের ভালবাসা। আসলে স্বর্গ সর্বত্র বিরাজমান, এটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি।” রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আগামী ৩ তারিখ এই থিম মণ্ডপের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর টানা দু’দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে মহাপ্রসাদ বিতরণের বিশেষ আয়োজনও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে জোরকদমে প্রস্তুতি চলছে। কমিটির সদস্যরা দিনরাত এক করে সাজসজ্জার কাজে ব্যস্ত। ক্লাবের তরফে মনজিৎ দেবনাথ জানিয়েছেন, “আশা করছি এবার দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে। আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।” গোটা দক্ষিণ শ্রীরামপুর এখন উৎসবের রঙে রাঙা। আলো, রঙ, প্রতিমা ও থিম মণ্ডপের ছোঁয়ায় সেজে উঠেছে গোটা এলাকা। যেভাবে প্রস্তুতি চলছে যেন সত্যিই স্বর্গ নেমে আসবে মর্ত্যে। এই থিম বিশেষভাবে দর্শনার্থীদের নজর কাড়বে বলেই সকলে আশাবাদী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 01, 2025 6:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raas Purnima 2025: স্বর্গ নেমে আসবে মর্ত্যে! রাস উৎসবে শ্রীরামপুরে অভিনব আয়োজন, নবদ্বীপ-শান্তিপুর ছেড়ে একবার ঘুরে আসতে পারেন
