Job: ম্যানেজার নেই, বসের টেনশন নেই, না আছে টার্গেট, বেতন ৩০ কোটি! কাজ শুধু একটা স্যুইচ অন করা...তাও কেউ কেন করতে চায় না এই চাকরি?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Toughest job in the world: এই চাকরিতে নজরদারি করার জন্য কোনও শিফট ম্যানেজারের বালাই নেই, বসের হুকুমও খুব একটা নেই, বেতন প্রায় ৩০ কোটি টাকা বার্ষিক। তবুও কেন কেউ এই চাকরি করতে চায় না? কী এই চাকরি?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই লাইটহাউস কেন তৈরি করা হয়েছিল এবং এর লাইট জ্বলতে থাকা এত জরুরি কেন? ইতিহাস বলছে, একবার বিখ্যাত নাবিক ক্যাপ্টেন মেরেসিয়াস এই পথে যাচ্ছিলেন। এই এলাকায় বড় বড় পাথর ছিল, যা তিনি রাতের অন্ধকারে ঝড়ের মধ্যে দেখতে পাননি। এতে তার নৌকা উল্টে যায়। অনেক ক্রু সদস্য মারা যায়, অনেক ক্ষতি হয়। ক্যাপ্টেন মেরেসিয়াস অনেক দূরে গিয়ে জমি পান এবং মিশরে পৌঁছান। প্রায়ই এখানকার পাথর থেকে সমুদ্রের জাহাজগুলো অনেক ক্ষতি হয়।
advertisement
advertisement
এভাবেই তৈরি হয় এই লাইটহাউস, 'দ্য ফারোস অফ আলেকজান্দ্রিয়া'। এই লাইটহাউসে প্রাচীনকালবে কাঠের সাহায্যে বড় আগুন জ্বালানো হত এবং লেন্সের সাহায্যে সেটিকে আরও বড় করা হত যাতে এর আলো দূর পর্যন্ত যেতে পারে। এই লাইটহাউসের কারণে তখন এখানে নাবিকরা সহজেই আসা-যাওয়া করতে পারত। এটি ছিল পৃথিবীর প্রথম লাইটহাউস।