Kojagari Lakshmi Puja 2023: মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, ধনদেবীর আরাধনায় এই প্রসাদ নিবেদন করেছেন? দেখে নিন

Last Updated:
Kojagari Lakshmi Puja 2023: বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। ধন-সম্পদের দেবীকে তুষ্ট করতে জোরকদমে তোড়জোড়। শঙ্খধ্বনি, আলপনা রীতি মেনে চলছে আরাধনা।
1/6
বিভিন্ন উৎসব বা পুজোর সময় প্রচুর মানুষ বিভিন্ন প্রকার ফল ফুল ধূপ ধূনো দিয়ে দেবতাকে সন্তুষ্ট করতে, নানারকম উপাচারে তাঁর কাছে পুজো দেন।ঠিক তেমনই তাল আঁটির শাঁস ও দেবী লক্ষ্মীর পুজোয় সব উপকরণের মধ্যে অন্যতম।
বিভিন্ন উৎসব বা পুজোর সময় প্রচুর মানুষ বিভিন্ন প্রকার ফল ফুল ধূপ ধূনো দিয়ে দেবতাকে সন্তুষ্ট করতে, নানারকম উপাচারে তাঁর কাছে পুজো দেন।ঠিক তেমনই তাল আঁটির শাঁস ও দেবী লক্ষ্মীর পুজোয় সব উপকরণের মধ্যে অন্যতম।
advertisement
2/6
বেশিরভাগ বাড়ির লক্ষ্মী পুজোতে ভোগ নিবেদনের পাশাপাশি তাল আঁটির শাঁস দেবীকে অর্পণ করা হয়।
বেশিরভাগ বাড়ির লক্ষ্মী পুজোতে ভোগ নিবেদনের পাশাপাশি তাল আঁটির শাঁস দেবীকে অর্পণ করা হয়।
advertisement
3/6
নারকেল এর মতন তাল আঁটির শাঁস  ভাঙার আগে পর্যন্ত খাওয়ার অংশে আমাদের হাত লাগে না। অর্থাৎ,তাল আঁটির শাঁস যা আমাদের হাতের স্পর্শ ছাড়াই দেবীকে নিবেদন করা যায়।তাই এটিকে সবচেয়ে বিশুদ্ধ বলা হয়।
নারকেল এর মতন তাল আঁটির শাঁস ভাঙার আগে পর্যন্ত খাওয়ার অংশে আমাদের হাত লাগে না। অর্থাৎ,তাল আঁটির শাঁস যা আমাদের হাতের স্পর্শ ছাড়াই দেবীকে নিবেদন করা যায়।তাই এটিকে সবচেয়ে বিশুদ্ধ বলা হয়।
advertisement
4/6
লক্ষ্মী দেবীর প্রিয় ফলের মধ্যে তাল আঁটির শাঁসও খুব প্রিয়।তাই পুজোয় লক্ষ্মী দেবীকে প্রসাদ হিসেবে তাল আঁটির শাঁস অর্পণ করতে পারেন।
লক্ষ্মী দেবীর প্রিয় ফলের মধ্যে তাল আঁটির শাঁসও খুব প্রিয়।তাই পুজোয় লক্ষ্মী দেবীকে প্রসাদ হিসেবে তাল আঁটির শাঁস অর্পণ করতে পারেন।
advertisement
5/6
বাড়ির শুভ কল্যাণের জন্য মা লক্ষ্মীর সকলে পুজো করেন। তাই মা কে তুষ্ট করতে লক্ষ্মী দেবীর পছন্দের জিনিসগুলোর পাশাপাশি তাল আঁটির শাঁস অর্পণ করা হয়।
বাড়ির শুভ কল্যাণের জন্য মা লক্ষ্মীর সকলে পুজো করেন। তাই মা কে তুষ্ট করতে লক্ষ্মী দেবীর পছন্দের জিনিসগুলোর পাশাপাশি তাল আঁটির শাঁস অর্পণ করা হয়।
advertisement
6/6
ভাদ্রমাসে তাল হওয়ার পর সেই তাল আঁটি থেকে শাঁস হতে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্য করা যায়। তাই এই ফল দেবী লক্ষ্মীর কাছে অর্পণ করা হয়।মা লক্ষ্মীর খুব প্রিয় বলে জানা যায়।
ভাদ্রমাসে তাল হওয়ার পর সেই তাল আঁটি থেকে শাঁস হতে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্য করা যায়। তাই এই ফল দেবী লক্ষ্মীর কাছে অর্পণ করা হয়।মা লক্ষ্মীর খুব প্রিয় বলে জানা যায়।
advertisement
advertisement
advertisement