Murshidabad News: ভারত-বাংলাদেশ সীমান্তে কৃষিকাজ করতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি চাষির! এইভাবে প্রাণ যাবে কেউ ভেবে উঠতে পারছেন না

Last Updated:

Murshidabad News: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক প্রবীণ কৃষকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রাণীনগর এলাকায়।

ভারত বাংলাদেশ সীমান্ত
ভারত বাংলাদেশ সীমান্ত
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক প্রবীণ কৃষকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রাণীনগর এলাকায়। মৃত কৃষকের নাম কিরেণ মণ্ডল, বয়স ৬৫ বছর। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার চর মইরশি গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবার দিনও তিনি সকালে মাঠে কাজ করতে বেরিয়েছিলেন। সাধারণত সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসতেন, কিন্তু ওই দিন তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন ভেবেছিলেন, তিনি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবেন, তাই প্রথমে খোঁজ নেওয়া হয়নি। এদিকে, সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় রবিবার মধ্যে রাতে বিএসএফ কর্তব্যরত জওয়ানরা এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সীমান্তের অপি পয়েন্টে নিয়ে আসা হয়।
advertisement
advertisement
সেখানে অবস্থার আরও অবনতি হলে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে রাণীনগর গোধনপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই কৃষককে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর দেওয়া হলে মৃতের পরিবার হাসপাতালে এসে পৌঁছয়। এই ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, “কৃষি কাজের উপর নির্ভর। কিরেণ মণ্ডল দৈনন্দিন সীমান্ত এলাকায় কৃষি কাজ করতে যান। সন্ধ্যা হলেও বাড়ি ফেরেননি তিনি। পরে বিএসএফ আমাদেরকে খবর দেয়। আমরা ছুটে আসি হাসপাতালে। এসে দেখি কিরেণ মণ্ডলের দেহ পড়ে আছে। কীভাবে এই মৃত্যু তার তদন্ত আমরাও চাই।”
advertisement
সোমবারে দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে। কীভাবে এই চাষির মৃত্যু তা নিয়ে উঠছে প্রশ্ন। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ভারত-বাংলাদেশ সীমান্তে কৃষিকাজ করতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি চাষির! এইভাবে প্রাণ যাবে কেউ ভেবে উঠতে পারছেন না
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement