Murshidabad News: অবশেষে স্বস্তি! এবার হাতের কাছেই...! মুর্শিদাবাদে নতুন দমকল কেন্দ্র তৈরির কাজ শুরু করে দিল প্রশাসন
- Published by:Madhab Das
- local18
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
Murshidabad News: ভগবানগোলা থানার একেবারে কাছেই দমকল কেন্দ্র নির্মাণের পরীক্ষা-নিরীক্ষার কাজের আনুষ্ঠানিক সূচনা হল। এই কেন্দ্র চালু হলে অগ্নিকাণ্ড-সহ নানা জরুরি মুহূর্তে দ্রুত সেবা পাওয়া যাবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।
ভগবানগোলা, মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: ভগবানগোলাবাসীদের বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবের পথে। আজ, সোমবার থেকে ভগবানগোলা থানার একেবারে কাছেই দমকল কেন্দ্র নির্মাণের পরীক্ষা-নিরীক্ষার কাজের আনুষ্ঠানিক সূচনা হল। এই কেন্দ্র চালু হলে অগ্নিকাণ্ড-সহ নানা জরুরি মুহূর্তে দ্রুত সেবা পাওয়া যাবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রেয়াত হোসেন সরকার, ভগবানগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহঃ নাজির হোসেন, বহরমপুর ফায়ার ব্রিগেডের ওসি মলয় মজুমদার, BL & LRO মনোতো শিকদার, ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৈবুর রহমান, পূর্ত কর্মদক্ষ আহসানুর রহমান এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী ইমরান হোসেন প্রামানিক-সহ শহর এলাকার অন্য জনপ্রতিনিধিরা।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, প্রতি বছর গ্রীষ্মকালে তীব্র তাপদাহে বিভিন্ন এলাকায় আগুন লেগে ঘরবাড়ি ও জনসম্পদের ব্যাপক ক্ষতি হয়। লালবাগ থেকে দমকল পৌঁছতে দেরি হওয়ায় পরিস্থিতি আরও খারাপ রূপ নিত। সেই সমস্যার সমাধান ঘটাতেই ভগবানগোলাতেই একটি দমকল কেন্দ্র স্থাপনের দাবি দীর্ঘদিন ধরেই ছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সরকারি আধিকারিকরা জানান, দমকল কেন্দ্রটি চালু হলে ভগবানগোলা, রামনগর, লালবাগ-জিয়াগঞ্জ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা সরাসরি এই পরিষেবা পাবে। স্থানীয় মানুষজনের নিরাপত্তা, জরুরি সেবা এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই এই কেন্দ্র বিশাল ভূমিকা নেবে।
আজ পরীক্ষামূলক সূচনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ চোখে পড়ার মতো। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ দমকল পরিষেবা চালু হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত জনপ্রতিনিধি ও কর্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
December 08, 2025 3:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: অবশেষে স্বস্তি! এবার হাতের কাছেই...! মুর্শিদাবাদে নতুন দমকল কেন্দ্র তৈরির কাজ শুরু করে দিল প্রশাসন

