Jhargram News: দেশে দ্বিতীয়! সর্বভারতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় ঝাড়গ্রামের স্কুলের অভাবনীয় ফলাফল, গর্বে বুক ভরছে এলাকাবাসীর
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram News: খাড়বান্ধি এস.সি. উচ্চ বিদ্যালয়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় দেশের দ্বিতীয় স্থানে বিদ্যালয়।
advertisement
এটিএল টিঙ্কারিং ল্যাবরেটরির অনুদান পাওয়ার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের প্রায় আট হাজার বিদ্যালয়কে পিছনে ফেলে ২০২৫ সালে দু'টি বিভাগে সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেছে বিদ্যালয়টি। প্রতিযোগিতাটিতে আধুনিক প্রযুক্তিভিত্তিক অগ্নি সতর্ককারী যন্ত্র, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, স্বয়ংক্রিয় পথবাতি-সহ মোট ১৪১টি কর্মসূচি ছিল, যার মধ্যে ৭০টি সেন্সর নির্ভর আধুনিক পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল।
advertisement
advertisement
ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও উজ্জ্বল ফল করেছে খাড়বান্ধি বিদ্যালয়। একাদশ শ্রেণির ছাত্র স্বপন মহাপাত্র সর্বভারতীয় স্তরে তৃতীয়, শিক্ষিকা সুদীপ্তা মাইতি দ্বিতীয় এবং শিক্ষক বিশ্বজিৎ ঘোষ তৃতীয় স্থান অর্জন করেছেন। প্রধান শিক্ষক চঞ্চল পাল সর্বভারতীয়ভাবে ষোড়শ স্থানে অবস্থান করেন। কয়েকজন অভিভাবকও পাঁচ থেকে দশের মধ্যে স্থান পেয়েছেন, যা বিদ্যালয়ের সামগ্রিক সাফল্যকে আরও মজবুত করেছে। ঐতিহাসিক এই সাফল্যে উচ্ছ্বাসে মেতে উঠেছে সমগ্র এলাকা।
advertisement
