West Medinipur News: গাছ ভালবাসা, ৭৫ বছর বয়সেও বাগান থেকে হাজার হাজার টাকা রোজগার বৃদ্ধের

Last Updated:

তিনি এক সময় ছিলেন স্থানীয় সমবায় সমিতির ম্যানেজার, কিন্তু  ছোটবেলা থেকেই তাঁর পছন্দ গাছের পরিচর্যা। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার জেনকাপুর এলাকার বাসিন্দা পূর্ণচন্দ্র রায়। বর্তমানে তার বয়স ৭৫ বছর। চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট হলেও গাছের মত চিরসবুজ তিনি

+
পূর্ণচন্দ্র

পূর্ণচন্দ্র রায়

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: তিনি এক সময় ছিলেন স্থানীয় সমবায় সমিতির ম্যানেজার, কিন্তু  ছোটবেলা থেকেই তাঁর পছন্দ গাছের পরিচর্যা। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার জেনকাপুর এলাকার বাসিন্দা পূর্ণচন্দ্র রায়। বর্তমানে তার বয়স ৭৫ বছর। চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট হলেও গাছের মত চিরসবুজ তিনি। একদিকে স্ত্রীর মৃত্যু , অন্যদিকে ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। বাড়িতে একাই থাকতে হয়। বাড়ি গোছগাছের পাশাপাশি রান্নাটাও করতে হয় নিজে হাতেই। তবে সারাদিনের ক্লান্তির পর তিনি যেন প্রশান্তি পান বাগানে। শুধু প্রশান্তি নয়, প্রতিমাসে বেশ কয়েক হাজার টাকা রোজগার করেন বছর ৭৫-এর পূর্ণচন্দ্র রায়।
ইনডোর, আউটডোর, বিভিন্ন ফল ও ফুলের গাছ মিলিয়ে বর্তমানে বেশ কয়েক হাজার গাছ তাঁর বাড়িতে। শৈশবে শিক্ষকের গাছ লাগানো দেখে অনুপ্রাণিত হন তিনি। নিজের বাড়িতে সামান্য কিছু গাছ দিয়ে শুরু হয় বাগান তৈরি। তাও আজ থেকে প্রায় ৬৫ বছর আগের কথা। এর পর স্কুল এবং কলেজ জীবনে গাছ লাগিয়েছেন, বাড়ির সামনে করেছেন বাগান। তবে কলেজ জীবনের পরে পেশাগতভাবে তিনি গাছ বিক্রি শুরু করেন। কর্মজীবনে সমবায় সমিতির ম্যানেজার হলেও গাছের পরিচর্যা,ফুল ও ফল গাছ বিক্রি এবং বাগানের পরিচর্যা পূর্ণচন্দ্র রায়ের প্রতিদিনের রুটিন।
advertisement
ধীরে ধীরে বাড়িয়েছেন বাগানের পরিসর। কখনও কিনে, কখনও আবার অন্যদের থেকে নিয়ে এসেছেন বিভিন্ন চারা গাছ। গাছের পরিচর্যা, নতুন নতুন গাছ তৈরি করা, জল দেওয়া, সমস্তটাই করেন নিজের হাতে। প্রতিদিন গাছের বিক্রি হয় ভালই। রথযাত্রা বা দুর্গা পুজোর সময় বিক্রি বাড়ে। প্রতিমাসে এই বাগান থেকেই তাঁর রোজগার ১৫ থেকে ২০ হাজার টাকা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: গাছ ভালবাসা, ৭৫ বছর বয়সেও বাগান থেকে হাজার হাজার টাকা রোজগার বৃদ্ধের
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement