Chhau Dance: পুরুলিয়ার 'নতুন' দল কাঁপিয়ে দিচ্ছে দিল্লি, পাঞ্জাবের মঞ্চ! ছৌ নাচ টিকিয়ে রাখার লড়াইয়ে সফল সুনীল
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Purulia Chhau Dance: ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের প্রতি বর্তমান প্রজন্মকে আগ্রহী করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন কাশীপুরের ছৌ শিল্পী সুনীল কুমার মাহাতো।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের প্রতি বর্তমান প্রজন্মকে আগ্রহী ও অনুপ্রাণিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন কাশীপুরের খ্যাতনামা ছৌ শিল্পী সুনীল কুমার মাহাতো। নিজের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বর্তমানে কাশীপুর এলাকার প্রায় ১৫ জন যুবককে ছৌ নৃত্যের প্রশিক্ষণ দিচ্ছেন।
শুধু প্রশিক্ষণই নয়, ‘কালাঝোর রাজলক্ষ্মী গণ ছৌ-নৃত্য পার্টি’ নামে তার নিজস্ব একটি নৃত্যদলও রয়েছে, যেখানে কাশীপুরের প্রায় ২০ জন যুবক নিয়মিতভাবে ছৌ নৃত্যে অংশগ্রহণ করছেন। যারা এখন পর্যন্ত দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে মঞ্চ কাঁপিয়ে এসেছে। তাদের অনবদ্য পরিবেশনা সর্বত্রই প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: কাঠের টুলের ওপরে বসেই চোখ ধাঁধানো যোগা! আট বছরের অদ্রীশের তাক লাগানো পারফরম্যান্স
কাশীপুরের কালাঝোরের বাসিন্দা সুনীল কুমার মাহাতো বলেন, “ছোটবেলা থেকেই ছৌ নৃত্যের প্রতি আমার গভীর ভালবাসা ছিল। আমাদের পরিবার প্রায় ৭০ বছর ধরে বংশপরম্পরায় ছৌ নৃত্য পরিচালনা করে আসছে। সেই থেকেই ছৌ নৃত্য আমার কাছে কেবল পেশাই নয়, এটি আমার নেশা হিসেবেও পরিণত হয়েছে।” তিনি আরও জানান, “ভবিষ্যতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কী ভাবে ছৌ নৃত্যকে আরও সুদূরপ্রসারী করা যায় এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছৌ শিল্পী সুনীল কুমার মাহাতোর স্বপ্ন, পুরুলিয়ার এই সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী ছৌ নৃত্যকে আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়া। তিনি বিশ্বাস করেন, যথাযথ প্রশিক্ষণ, শ্রম এবং নিষ্ঠা থাকলে ছৌ নৃত্যের মহিমা সারা বিশ্বের দর্শকদের মন জয় করবেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
December 08, 2025 3:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhau Dance: পুরুলিয়ার 'নতুন' দল কাঁপিয়ে দিচ্ছে দিল্লি, পাঞ্জাবের মঞ্চ! ছৌ নাচ টিকিয়ে রাখার লড়াইয়ে সফল সুনীল
