রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো, পুরোহিত না পেয়ে মাথায় হাত! কীভাবে নিজেই দেবীর আরাধনা করবেন? জেনে নিন উপায়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
যে হেতু প্রায় প্রতিটি বাড়িতেই দেবীকে পূজিতা হন, তাই এই দিন পুরোহিতের আকাল পড়তে দেখা যায়। সে ক্ষেত্রে পুরোহিত ছাড়া আমরা নিজেরাই বাড়িতে দেবীর আরাধনা করে নিতে পারি। এইক্ষেত্রে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সঠিক কিছু নিয়ম মানলেই পুজো করা সম্ভব হবে।
advertisement
মাটির মূর্তি ছাড়াও, মাটির সরা, ছবি এমন নানা ভাবে লক্ষ্মীপুজো করার চল আমাদের মধ্যে রয়েছে। যে হেতু প্রায় প্রতিটি বাড়িতেই দেবীকে পূজিতা হন, তাই এই দিন পুরোহিতের আকাল পড়তে দেখা যায়। সে ক্ষেত্রে পুরোহিত ছাড়া আমরা নিজেরাই বাড়িতে দেবীর আরাধনা করে নিতে পারি। এইক্ষেত্রে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সঠিক কিছু নিয়ম মানলেই পুজো করা সম্ভব হবে।পুরোহিত ছাড়া বাড়িতে কী ভাবে লক্ষ্মীপুজো করা সম্ভব?
advertisement
advertisement
advertisement
পুজোর স্থানে একটি তামার পাত্র রাখুন। তার পর সূর্যদেবকে স্মরণ করে সেই পাত্রে অল্প অল্প করে জল ঢালতে থাকুন।ঘটস্থাপনের জন্য প্রথমে একটি তামার ঘট নিয়ে তাতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিন। তার পর মাটির ডেলা (গঙ্গামাটি হলে খুব ভাল হয়, অন্য মাটিও চলবে) নিয়ে সেটিকে সমান করে মেঝের উপর রাখুন। সেটির উপর ঘট স্থাপন করুন। ঘটের চারপাশে ধান ছড়িয়ে দিন।ঘটটিকে গঙ্গাজল দ্বারা পূর্ণ করতে হবে। এর পর সেটির মধ্যে আম্রপল্লব দিতে হবে। আম্রপল্লবটি ঘটে দেওয়ার আগে সেটির মধ্যে তেল ও সিঁদুরের ফোঁটা দিয়ে নিন। আম্রপল্লবটি ঘটে দেওয়ার পর তার মধ্যে হরিতকী, ফুল ও দূর্বা দিন।ঘটস্থাপনের পর লক্ষ্মীদেবীর ধ্যানমন্ত্র জপ করে দেবীকে নিজের ঘরে ডাকুন। যদিও লক্ষ্মীর পাঁচালিতে এই মন্ত্রের উল্লেখ থাকে, তা-ও যদি না জানা থাকে তা হলে ভুল মন্ত্র পাঠ করার বদলে লক্ষ্মীদেবীকে একমনে স্মরণ করুন। কোনও মতেই ভুল মন্ত্রোচ্চারণ করা যাবে না।
advertisement
তার পর লক্ষ্মীদেবীকে ফুলের মালা ও ফুল অর্পণ করুন। সম্ভব বলে লক্ষ্মীদেবীর পা ধুইয়ে তাতে আলতা পরাতে পারেন। মাথায় চন্দন ও সিঁদুরের টিপ পরান এবং ভোগ নিবেদন করুন। লক্ষ্মীপুজোর ভোগে ফলের সঙ্গে নাড়ু, মুড়কি, মিষ্টি অবশ্যই রাখতে হবে।লক্ষ্মীপুজোয় কাঁসর, ঘণ্টা বাজানো একদম নিষিদ্ধ। কেবল শঙ্খ বাজানো যেতে পারে। অতিরিক্ত আওয়াজ দেবী মোটেই পছন্দ করেন না। এই পুজোয় তুলসীপাতাও ব্যবহার করা যাবে না। লোহার বাসনের বদলে কাঁসা বা পিতলের বাসন ব্যবহার করা উচিত।
advertisement
দেবীকে ধূপ-ধুনো দেখান ও নারায়ণকে স্মরণ করে দেবীর ঘটে ফুল দিন। তার পর জোড়হাতে দেবীকে প্রণাম করে তিন বার পুষ্পাঞ্জলি দিন। পুষ্পাঞ্জলি দেওয়ার আগে অবশ্যই গঙ্গাজল দিয়ে হাত ধুয়ে নিতে হবে।পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে দেবীর কাছে নিজের সকল মনোস্কামনা জানিয়ে দিন। তার পর লক্ষ্মীর পাঁচালি পড়ে পুজো সম্পন্ন করুন। পাঁচালি পড়া হয়ে গেলে পুজোর ঘর থেকে সকলে বেরিয়ে গিয়ে ঘরের জানলা-দরজা কিছু ক্ষণের জন্য বন্ধ করে রেখে দিন। এই সময় দেবী এসে ভোগ গ্রহণ করে বলে বিশ্বাস করা হয়।
advertisement
সাধারণত সন্ধ্যার পরই দেবীর পুজো করার রীতির উল্লেখ রয়েছে শাস্ত্রে। কিন্তু, অনেকেই নিজের সুবিধা মতন সকালের দিকেও করে থাকেন। যদিও দেবীকে পুজো করার শ্রেষ্ঠ সময় হল সূর্যাস্তের পরবর্তী সময়কাল। এই সকল নিয়ম বাদেও, বহু বাড়িতে লক্ষ্মীপুজোর আরও নানাবিধ নিয়ম রয়েছে। সেগুলি নিজেদের মতন করে মেনে পুজো করতে হবে
advertisement