নির্ভয়াকাণ্ডের ছায়া ধূপগুড়িতে, গণধর্ষণ করে মহিলার যৌনাঙ্গে রড ঢুকিয়ে নির্যাতন

Last Updated:
#ধূপগুড়ি: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণ। গোপনাঙ্গে রডের আঘাত। রক্তাক্ত অবস্থায় ধূগুড়ির গিলান্ডি নদীর পাড় থেকে উদ্ধার মহিলা। পুলিশি তৎপরতায় ধূপগুড়ি থেকে অ্যাম্বুলান্সে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি। ঘটনায় গ্রেফতার দু'জন।
পৈত্রিক জমি নিয়ে পারিবারিক বিবাদ। জমি পাইয়ে দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মহিলার উপর বর্বর অত্যাচার। গণধর্ষণ।
advertisement
মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। মহিলাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা। গোপনাঙ্গে রডের আঘাত। রাতভর গিলান্ডি নদীর ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন মহিলা। রবিবার সকালে অচৈতন্য অবস্থায় মহিলাকে উদ্ধার করেন এক স্থানীয় বাসিন্দা। মহিলাকে মারধর করা হয় ধর্ষণের পর। শরীরের একাধিক জায়গায় আধাতের চিহ্ন। এরপর মহিলাকে ধূপগুড়ি হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি সুপার স্টেশালিটি হাসপাতালে রেফার করা হয়। অর্ধের অভাব থাকায় ধূপগুড়ি হাসপাতালেই থাকতে হয় তাঁকে। স্বেচ্ছাসেবী সংস্থা ধূপগুড়ি থানায় খবর দেয়। পুলিশ টাকা দিয়ে অ্যাম্বুলান্স ভাড়া করে। জলপাইগুড়ি হাসপাতালে পাঠান হয়। গোপনাঙ্গে গুরুতর আঘাত রয়েছে।
advertisement
ধূপগুড়ির নিরঞ্জনপাট এলাকার ঘটনা। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রতনু মুণ্ডা ও পরিমল রায়। আরও কেউ যুক্ত আছে কিনা দেখছে পুলিশ।
জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল। পৈত্রিক সম্পত্তির ভাগ পাইয়ে দেবে এই বলে মহিলাকে শনিবার রাতে ডেকে নিয়ে যায় দুই অভিযুক্ত।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নির্ভয়াকাণ্ডের ছায়া ধূপগুড়িতে, গণধর্ষণ করে মহিলার যৌনাঙ্গে রড ঢুকিয়ে নির্যাতন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement