অমৃতসর রেল দুর্ঘটনার সময় ঠিক কী ঘটেছিল ? জানাল ট্রেনের চালক
Last Updated:
#অমৃতসর: পাঁচ সেকেন্ডের বিভীষিকা। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে নিহত অন্তত ৬১ জন। আহত বহু। অমৃতসরের এই ভয়াবহ দুর্ঘটনার দায় কার? ভিডিও ফুটেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। স্পষ্ট দেখা যাচ্ছে, গতিতে ছুটলেও, ডেমু ট্রেনটির টপলাইট জ্বলছিল না। তার জেরেই কী এই দুর্ঘটনা? ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। চার সপ্তাহে রিপোর্ট দেবে ওই কমিটি।
ঘটনায় ট্রেনের চালক অরবিন্দ কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তিনি জানিয়েছেন, ঘটনার সময় তিনি এমারজেন্সি ব্রেক লাগিয়েছিলেন কিন্তু ট্রেন দাঁড়ায়নি ৷ এবং রাগে সেখানকার মানুষ পাথর ছুঁড়তে থাকে ৷
advertisement
রেলওয়েকে লিখিত বয়ানে তিনি জানিয়েছেন, ট্রেনের কাছে মানুষের ভিড় দেখেই ইমারজেন্সি ব্রেক লাগিয়েছিলেন এবং হর্ণ বাজাচ্ছিলেন ৷
advertisement
আরও পড়ুন: India vs West Indies,1st ODI in Guwahati: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক কোহলির
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কুমার জানিয়েছেন, ইমারজেন্সি ব্রেক লাগানোর পরও ট্রেন থামেনি ৷ এবং ততক্ষণে বেশ কয়েকজন ট্রেনের তলায় চলে আসে ৷ ট্রেন যখন প্রায় থেমে আসছে তখন বিপুল সংখ্যায় মানুষ ট্রেনকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে ৷ ট্রেনের যাত্রীদের সুরক্ষার জন্য তখন ট্রেনের গতি বাড়িয়ে সেখান থেকে ট্রেন এগিয়ে চলে ৷
advertisement
ট্রেন দুর্ঘটনার কয়েক মিনিট আগে আয়োজকরা জানিয়েছিলেন, ‘ম্যাডাম (নভজ্যোৎ সিং সিধুর স্ত্রীর) এখানে দেখুন এখানের অনুষ্ঠান দেখার জন্য রেলের ট্র্যাকে ৫০০০ এর বেশি মানুষ দাঁড়িয়ে রয়েছে ৷ রেলের উপর দিয়ে এখন ৫০০ ট্রেন চলে গেলেও তাদের সেই নিয়ে কোনও চিন্তা নেই ৷ নভজ্যোৎ সিং সিধুর স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে এই বিষয়ে একাধিক বার স্টেজ থেকে ঘোষণা করা হয় ৷ রেল ট্র্যাক ছেড়ে ধৌবি ঘাট গ্রাউন্ডে যাওয়ারও পরামর্শ দেওয়া হয় ৷
Location :
First Published :
October 21, 2018 2:15 PM IST