India vs West Indies,1st ODI in Guwahati: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক কোহলির
Last Updated:
#গুয়াহাটি: গুয়াহাটিতে রবিবার টস জিতলেন বিরাট কোহলি ৷ প্রথম ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করানোর সিদ্ধান্ত ভারত অধিনায়কের ৷ প্রত্যাশামতোই এদিন ওয়ান ডে-তে অভিষেক ঘটেছে উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের ৷
৩৫ বছর আগে গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচেও ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার প্রথমবার বর্ষাপাড়া স্টেডিয়ামে নৈশালোকে ওয়ান ডে-তেও প্রতিপক্ষ সেই ক্যারিবিয়ানরা। অধিনায়ক জেসন হোল্ডার ম্যাচের আগের দিন বলেন, ‘‘এটা ওয়েস্ট ইন্ডিজের ভবিষ্যতের দল। ভারত এই মুহূর্তে একদিনের ক্রিকেট বিশ্বের সেরা দল। তবে আমাদের দলেও মার্লন স্যামুয়েলসের মতো অভিজ্ঞরা রয়েছে। আমাদের লক্ষ্য হবে ৩২০-র উপরে রান তুলে ভারতকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া।’’
advertisement
#TeamIndia win the toss and elect to bowl first against the Windies in the 1st ODI at Guwahati.@Paytm #INDvWI pic.twitter.com/9V6fzPMSLB
— BCCI (@BCCI) October 21, 2018
advertisement
Here's the Playing XI for the 1st ODI #INDvWI.@RishabPant777 is all set to make his debut for #TeamIndia. pic.twitter.com/j2ynEncVgU — BCCI (@BCCI) October 21, 2018
advertisement
Location :
First Published :
October 21, 2018 1:20 PM IST