West Midnapore News: সকাল সকাল মুখরোচক কড়াইশুটির কচুরি, খেতে হলে আসতে হবে দাঁতন
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
সকাল থেকে গরম কড়াইশুটির কচুরি খেতে ভিড় জমে দাঁতনের একটি মিষ্টির দোকানে
দাঁতন: খাদ্যরসিক বাঙালির কাছে নতুন নতুন খাবার মন ভুলিয়ে দেয়। তাও যদি হয় সকালের মুখরোচক নাস্তা। তবে তো আর কথা নেই।সকালের নাস্তায় যদি থাকে গরম কড়াইশুঁটির কচুরি। তবে তো জিভে জল। প্রতিদিন সকাল থেকেই এমন জিভে জল আনা খাদ্য উপাদান মানুষের জন্য হাজির করে পশ্চিম মেদিনীপুরের দাঁতন- এর একটি মিষ্টি দোকান। যেখানে সকাল থেকেই লেগে যায় ভিড়। খাদ্যরসিক বাঙালির কাছে এমন লোভনীয় কচুরির জুড়ি নেই।
দাঁতন ১ ব্লকের সরাইবাজার এলাকায় জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার। এখানেই হয় এমন কচুরি। পার্শ্ববর্তী নারায়ণগড়, বেলদা, কেশিয়াড়ির কোথাও এমন কচুরি পাওয়া যায় না। চাহিদা বেশ। ফলে ভিড় ভালোই জমে। প্রতিদিনই প্রায় তিনশোর বেশি কড়াইশুঁটির কচুরি বিক্রি হয়।
আরও পড়ুন: West Burdwan News: সংসার চালাতে হাতে টোটোর স্টিয়ারিং, ঋণ মেটাতে করতে হয় পরিচারিকার কাজও
advertisement
advertisement
আরও পড়ুন: Nanoor: ২০০০ সালের ২৭ জুলাই! চারিদিকে রক্তের দাগ! কী ঘটেছিল নানুরে? জানলে শিউরে উঠবেন!
খেতে যেমন ভালো তেমনি দামও খুব কম। মাত্র পাঁচ টাকায় পাওয়া যায় এমন কচুরি। তাই সকাল হলেই কচুরির চাহিদা বাড়ে। এলাকার মানুষ কচুরি খেয়ে বেশ তৃপ্তি হন। দোকানির বক্তব্য, ভালো পরিষেবা দেওয়াই তার লক্ষ্য।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 2:10 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: সকাল সকাল মুখরোচক কড়াইশুটির কচুরি, খেতে হলে আসতে হবে দাঁতন