West Burdwan News: সংসার চালাতে হাতে টোটোর স্টিয়ারিং, ঋণ মেটাতে করতে হয় পরিচারিকার কাজও

Last Updated:

প্রত্যেক মাসে ব্যাংকে জমা দিতে হয় ১২ হাজার টাকা। আর বাকি যেটুকু টাকা থাকে, তা সংসার চালানোর জন্য পর্যাপ্ত নয়।

+
প্রত্যেক

প্রত্যেক মাসে ব্যাংকে জমা দিতে হয় ১২ হাজার টাকা। আর বাকি যেটুকু টাকা থাকে, তা সংসার চালানোর জন্য পর্যাপ্ত নয়।

পাণ্ডবেশ্বর: জীবন যুদ্ধের অসম লড়াই। সংসারের হাল ধরতে ধরেছেন টোটোর স্টিয়ারিং। পেটের দায় বড় বালাই। মায়ের দায়িত্বর ভার অনেক। তাই বছর ২৯ এর গৃহবধূ মামনি রুইদাস ধরেছেন টোটোর স্টিয়ারিং। সকাল থেকে রাত পর্যন্ত হাসিমুখে দিয়ে যাচ্ছেন যাত্রী পরিষেবা। ভয় যে লাগে না, তা নয়। তবুও ভয়কে জয় করে সংসার চালিয়ে নিয়ে যাওয়ার লড়াই করছেন তিনি। সন্তানদের ভবিষ্যৎ গড়ে দিতে সকাল থেকে রাত পর্যন্ত করছেন হাড়ভাঙ্গা পরিশ্রম।
পাণ্ডবেশ্বর এর কুমারডিহি ওসিপি কলোনির বাসিন্দা মামনি রুইদাস। বছরখানেক আগে বিয়ে হয়েছিল সুকুমার রুইদাসের সঙ্গে। কিন্তু বর্তমানে স্বামীর সঙ্গে বনিবনা নেই। তাই বলে তো আর পেট শুনবে না। সন্তানদেরও মানুষ করতে হবে। তাই রাস্তায় নেমে পড়েছেন টোটো নিয়ে। ব্যাংক থেকে ঋণ নিয়ে টোটো কিনেছেন মামনি দেবী। প্রত্যেক মাসে ব্যাংকে জমা দিতে হয় ১২ হাজার টাকা। আর বাকি যেটুকু টাকা থাকে, তা সংসার চালানোর জন্য পর্যাপ্ত নয়। তাই আরও পরিশ্রম করতে হয় এই যোদ্ধা মাকে।
advertisement
মামনি দেবী জানিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সেরে ফেলেন বাড়ির কাজ, রান্নাবান্না। তারপর বেরিয়ে পড়েন। চারটি বাড়িতে পরিচারিকার কাজ করেন তিনি। তাই বাড়ির কাজ সেরে চলে যান পরিচারিকার কাজ করতে। সেই কাজ শেষ হলে সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে বেরিয়ে পড়েন টোটো নিয়ে।
advertisement
advertisement
আরও পড়ুন: Alipurduar News: বর্ষায় উত্তাল নদীতে স্নান করতে গিয়েই বিপত্তি! তলিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ
রাত্রি আটটা পর্যন্ত টোটো চালান তিনি। পুরুষ, মহিলা সব রকম যাত্রীদেরই তিনি টোটোই বসিয়ে নিয়ে যান গন্তব্যের দিকে। নারী সুরক্ষা ব্যর্থতার বিভিন্ন ঘটনা মাঝে মাঝে ভয় ধরায় তার মনে। কিন্তু হাল ছাড়লে চলবে না। তাই সংসার চালাতে টোটোর স্টিয়ারিং হাতে কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টা।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: সংসার চালাতে হাতে টোটোর স্টিয়ারিং, ঋণ মেটাতে করতে হয় পরিচারিকার কাজও
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement