Nanoor: ২০০০ সালের ২৭ জুলাই! চারিদিকে রক্তের দাগ! কী ঘটেছিল নানুরে? জানলে শিউরে উঠবেন!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
Nanoor: সেদিন যা ঘটেছিল নানুরে তা আজও ভুলতে পারেননি মানুষ! জানুন
বীরভূম: দিনটি ছিল ২০০০ সালের ২৭ জুলাই। অভিযোগ, নানুরের সূঁচপুরে প্রকাশ্য দিবালোকে ১১ জন প্রান্তিক চাষীকে নৃসংশ ভাবে কুপিয়ে খুন করেছিল কিছু দুষ্কৃতীরা। ঘটনায় রক্তাক্ত সূঁচপুরে সেদিন শুধু কান্না আর হাহাকার। খবর পেয়ে তৎকালীন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। ঘটনার জন্য সে সময় সিপিআইএমের নানুর জোনাল সম্পাদক নিত্য চট্টোপাধ্যায় সহ ৪৪ জনকে দোষী সাব্যস্ত করে ২০১০ সালের ১১ নভেম্বর যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের নির্দেশ দেয় সিউড়ি জেলা আদালত।
এই সুঁচপুর গণহত্যা আজও ভোলেনি মানুষ। প্রতিশ্রুতি মতো নিহতের পরিবারকে চাকরিও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই ঘটনার পর থেকে প্রতি বছর নানুরের বাসাপাড়া মাঠে পালিত হয়ে আসছে শহিদ দিবস। নিহতের স্মৃতির উদ্দেশ্যে তৈরি একটি শহিদ বেদীও রয়েছে এখানে। সেখানেই বৃহস্পতিবার হবে পালিত হল শহিদ দিবস।
advertisement
advertisement
২০০০ সালে এই দিনে ১১জন খেত মজুরকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছিল রাজ্য রাজনীতিতে। তারপর থেকেই ২৭শে জুলাই দিনটিকে সূঁচপুর দিবস হিসেবে পালন করা হয় নানুরের বাসাপাড়ায়। সেই ঘটনা আজও দগদগে ক্ষত হয়ে রয়েছে নানুর সহ গোটা বীরভূমের বাসিন্দাদের মনে। তাই প্রতি বছরের মতো এবারেও নানুরের থুপসারা পঞ্চায়েতের বাসাপাড়ায় নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সূঁচপুর দিবস পালন করলেন জেলা তৃণমূল নেতৃবৃন্দ।
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2023 9:38 PM IST