হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
দাঁতালের দাপটে নষ্ট ফসল! আতঙ্কে এলাকাবাসি

West Midnapore News: দাঁতালের দাপটে নষ্ট ফসল! আতঙ্কে এলাকাবাসি

দাঁতালের দাপটে নষ্ট ফসল

দাঁতালের দাপটে নষ্ট ফসল

চন্দ্রকোনার বিভিন্ন জায়গার পর কেশপুরেও দাপিয়ে বেড়ালো দলছুট একটি দাঁতাল। লোকালয়ের মধ্যে চলে আসায় তৈরি হয় আতঙ্কের পরিবেশ। দলছুট হাতির দাপাদাপিতে নষ্ট হয়েছে আলু চাষের জমিও।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পশ্চিম মেদিনীপুর: চন্দ্রকোনার বিভিন্ন জায়গার পর কেশপুরেও দাপিয়ে বেড়ালো দলছুট একটি দাঁতাল। লোকালয়ের মধ্যে চলে আসায় তৈরি হয় আতঙ্কের পরিবেশ। দলছুট হাতির দাপাদাপিতে নষ্ট হয়েছে আলু চাষের জমিও।

দলছুট দাঁতালের দাপটে নষ্ট হল ফসল। মাঠের আলু হাতির পদপিষ্ঠ হয়ে নষ্ট হল।  শুক্রবার সকাল থেকেই কেশপুরের বিভিন্ন এলাকায় ঘুরছিল হাতিটি। স্থানীয়রা জানাচ্ছেন, এদিন সকালেই হাতিটি আলু খেতে দাঁড়িয়ে ছিল। মাঠে চাষিরা কাজ করতে গেলে দেখতে পান হাতিটিকে। এরপর তাড়া করতে গেলে হাতিটিও পালাতে শুরু করে, দাপিয়ে বেড়ায় পুরো এলাকায়।

আরও পড়ুন- রাষ্ট্রপতির পূর্ণাবয়ব মূর্তি গড়লেন নারায়ণগড়ের শিল্পী সুধীর মাইতি

তিন ঘন্টা ধরে চলতে থাকে তার ছোটাছুটি।  আলুর জমি মাড়িয়ে নষ্ট করে। স্থানীয়দের ক্ষোভ, বন দফতরকে জানালেও তাদের দেখা মেলেনি। পরে অবশ্য বন দফতরের পক্ষ থেকে হাতিটিকে লোকালয় থেকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালানো হয়।

আরও পড়ুন- প্রযুক্তিতে দিশা দেখাচ্ছে বহুকাল! এবার শীর্ষে আইআইটি খড়গপুর

আনন্দপুর জঙ্গলে ঢোকানোর চেষ্টা চালায় বন দফতর। স্থানীয়দের বক্তব্য, কয়েকদিন ধরে হাতিটি বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। বন দফতরের হুঁশ নেই। এলাকার মানুষ আতঙ্কে আছেন।

কেশপুরের বিভিন্ন এলাকায় এদিন তাণ্ডব চালানো আগে চন্দ্রকোনা এলাকায় তাণ্ডব চালিয়েছিল হাতিটি। এলাকার মনোহরপুর,পিংলাস, সেকাটি এলাকায় তাণ্ডব চালায়। রাতভর চন্দ্রকোনা থানা এলাকায় ঘুরেছে।  আতঙ্ক বাড়ছে এলাকার মানুষের। তাদের দাবি লোকালয় থেকে সরানো হোক হাতিটিকে।

Ranjan Chanda

Published by:Sayani Rana
First published:

Tags: Elephant, West Midnapore, West Midnapore news