West Midnapore News: প্রযুক্তিতে দিশা দেখাচ্ছে বহুকাল! এবার শীর্ষে আইআইটি খড়গপুর
- Published by:Rachana Majumder
Last Updated:
ভারত স্বাধীন হওয়ার পর অবিভক্ত মেদিনীপুরের খড়গপুর সংলগ্ন হিজলিতে প্রথম প্রযুক্তি বিদ্যায় দিশা দিতে এই IIT স্থাপিত হয়েছিল।
খড়গপুর: এবার শীর্ষে খড়গপুর আইআইটি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিচারে এগ্রিকালচার ও সিভিল ইঞ্জনিয়ারিংয়ে ভারতে প্রথম স্থান অধিকার করল খড়গপুর আইআইটি। প্রতিষ্ঠানটি সামগ্রিকভাবে মেটেরিয়াল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, অ্যাকাউন্টিং এবং ফিনান্স, অর্থনীতি এবং কৃষিবিজ্ঞানে ২য় স্থান অধিকার করেছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মিনারেল অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, আর্থ অ্যান্ড মেরিন সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড অপারেশনাল রিসার্চ সহ প্রিমিয়ার ইনস্টিটিউটের মূল ক্ষেত্রগুলি সারা ভারতে তৃতীয় স্থানে অধিকার করেছে।
খড়গপুর আইআইটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে 2022 সালে ১০৯তম এবং 2023 সালে ৯৪তম, যান্ত্রিক, অ্যারোনটিক্যাল এবং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে 2022 সালে ১১৮তম স্থানে উঠে আসে।
খড়গপুর আইআইটির ডিরেক্টর অধ্যপক ভি.কে তিওয়ারি মন্তব্য করেন, 'ভারতের অন্যান্য আইআইটির তুলনায় খড়গপুর আইআইটি বিভিন্ন দিক থেকে তার শ্রেষ্ঠত্বের অবস্থানে রয়েছে।IIT খড়গপুর অন্যান্য IIT থেকে আলাদা হয়ে দাঁড়িয়েছে তার মাল্টি-মডাল পাঠ্যক্রমের সৃজনশীলতা, সক্ষমতা বৃদ্ধি, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং দ্রুত প্রযুক্তিগত একীকরণের মাধ্যমে। ইনস্টিটিউটটি ISRO এর সাথে সেতু স্থাপনের জন্য এবং DRDO-এর সাথে মনুষ্যবিহীন ও রোবোটিক প্রযুক্তি, জ্ঞানীয় প্রযুক্তি এবং সুরক্ষিত প্রযুক্তি সিস্টেম, নির্দেশিত শক্তির প্রযুক্তিতে সেতু স্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেন্সর সিস্টেম এবং সফ্টওয়্যার, লাইফ সাপোর্ট ইঞ্জিনিয়ারিং এবং উপকরণগুলিতে বেসলাইন প্রযুক্তি। আমরা নির্ভুল কৃষি, শক্তি স্টোরেজ সিস্টেম, হার্ডওয়্যার নিরাপত্তা, হাইড্রোজেন স্টোরেজ, কোয়ান্টাম কমিউনিকেশন, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, 3D প্রিন্টিং এবং কম্পোজিট ম্যানুফ্যাকচারিং এর মতো ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।'
advertisement
advertisement
ভারত স্বাধীন হওয়ার পর অবিভক্ত মেদিনীপুরের খড়গপুর সংলগ্ন হিজলিতে প্রথম প্রযুক্তি বিদ্যায় দিশা দিতে এই IIT স্থাপিত হয়েছিল।খড়গপুর আইআইটি সাফল্যে কর্তপক্ষের পাশাপাশি শিক্ষা মহল উচ্ছ্বসিত।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 6:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: প্রযুক্তিতে দিশা দেখাচ্ছে বহুকাল! এবার শীর্ষে আইআইটি খড়গপুর