Paschim Midnapore News: মুক্তি পেল শিশুদের নিয়ে তৈরি মিউজিক ভিডিও  "এক ছোট্ট  মেয়ে" 

Last Updated:

অনুষ্ঠানের শিরোনাম রাখা হয়েছিলো "চলো শৈশবে যাই"।

ক্ষুদে নৃত্যশিল্পীদের অনুষ্ঠান 
ক্ষুদে নৃত্যশিল্পীদের অনুষ্ঠান 
#পশ্চিম মেদিনীপুর : সম্প্রতি শিশু দিবসকে সামনে রেখে মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে মুক্তি পেল মেদিনীপুরের "হৃদমাঝারে" ফোক ব্যান্ডের উদ্যোগে শিশুদের নিয়ে তৈরি নতুন মিউজিক ভিডিও "এক ছোট্ট মেয়ে\"‌। অনুষ্ঠানের শিরোনাম রাখা হয়েছিলো "চল শৈশবে যাই"। এদিনের অনুষ্ঠানে হৃদমাঝাররে পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান সংস্থার কর্ণধার সঙ্গীত শিল্পী দীপেশ দে। দীপেশের আশা তাঁদের তৈরি "চল সাঁঝে মেলায় যাব" ও  "বকুল ফুল " মিউজিক ভিডিও দুটি যেমন জনপ্রিয় হয়েছিল, এই মিউজিক ভিডিওটিও তেমনি জনপ্রিয় হবে‌।
মিউজিক ভিডিও রিলিজের পাশাপাশি এদিন রাহুল নন্দী তৈরি মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন অতিথি শিশুশিল্পীরা। কারিগরী সহায়তায় অনুষ্ঠানটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেন শিক্ষক নরসিংহ দাস ও শিক্ষক মনিকাঞ্চন রায়।
advertisement
এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ‍্যে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রবীন্দ্র গবেষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও সঙ্গীত গুরু জয়ন্ত সাহা, বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু, বিশিষ্ট উদ্যোগপতি আনন্দগোপাল মাইতি, বাচিক শিল্পী অমিয় পাল, "নয়ন" পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, কাপগাড়ী কলেজের অধ্যাপক ডক্টর প্রণব সাহু, সমাজসেবী আশীষ চক্রবর্তী, পরিচালক সৌমেন মন্ডল, করিওগ্রাফার নৃত্যশিল্পী কোয়েল মিত্র, সংস্কৃতিপ্রেমী লক্ষণচন্দ্র ওঝা, গোপাল সাহা, সুব্রত দাস, তাপস চন্দ্র, সুদীপ কুমার খাঁড়া, চিত্রশিল্পী রাহুল আমিন, পরিচালক দেবনাথ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
advertisement
উপস্থিত ছিলেন মিউজিক ভিডিওর সঙ্গে যুক্ত কলাকুশলীরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন 'স্বরলিপি'র শিল্পীরা।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্ৰহণ করেন দীপশ্রী দে, নভশ্রী দে, কিঞ্জল রায়, সঙ্গীতা গুইন, আয়ান আখতার, ছোট্ট আইরিশ নেমু, অনুভব পাল, আয়ুষ্মন্ত সাহা, সোমপ্রিয়া শ্রুতি ও ছন্দের শিশুরা, নৃত্যশিল্পী নবনীতা বসু' নৃত্য বিতানের ছাত্রীরা, সোমপ্রিয়া সেন ছন্দকের শিশুরা। যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন সুব্রত মণ্ডল, তাপস গুঁইন, তাপস মাকুড়, রীতেন মহাপাত্র প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃষ্টি মুখার্জী, রত্না দে ও নরোত্তম দে প্রমুখ। এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমেন মন্ডল। নাচের কোরিওগ্রাফি করেছেন কোয়েল মিত্র। ভিডিওটিতে গান গেয়েছেন দীপেশ দে ও অদ্রিজা ত্রিপাঠি। গানের কথা ও ব্যবস্থাপনা করেছেন ড.ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ও দীপেশ দে। অভিনয় করেছেন পরি, অরিস্মিতা, নম্রতা, ঐশিকী, দীপিকা, ঈপ্সিতা, প্রত্যাশ্যা প্রমুখ শিল্পীরা।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Midnapore News: মুক্তি পেল শিশুদের নিয়ে তৈরি মিউজিক ভিডিও  "এক ছোট্ট  মেয়ে" 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement