Jet Airways: ৬০ শতাংশ কর্মীকে বিনা বেতনে ছুটিতে পাঠাচ্ছে জেট এয়ারওয়েজ
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
একটি বিবৃতি জারি করে জানিয়েছে, "একই কাজের জন্য প্রত্যাশার থেকে বেশি সময় লাগছে। সেই কারণে কিছু সমস্যা তৈরি হবে।" তাদের বক্তব্য, "এখন সেই কারণেই বেতন কাঠামো কিছুটা আঁটোসাঁটো করা হবে। দুই তৃতীয়াংশ কর্মীদের ওপর কোনও প্রভাব পড়বে না।
#নয়াদিল্লি : খারাপ খবর দিল বিমান সংস্থা জেট এয়ার ওয়েজ। তাদের ৬০ শতাংশ কর্মীকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হচ্ছে। বাকি কর্মচারীদের একাংশের শতাংশের বেতন ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। ফলে যারপরনাই হতাশ বিমান সংস্থার কর্মীরা। ১ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর বলে বিমান সংস্থা সূত্রের খবর। জেট এয়ার ওয়েজ কিনেছে দুই সংস্থার মিলিত সমবায় কার্লক জালান। কোম্পানি ট্রাইব্যুনালের কিছু নিয়মকানুন এখনও বকেয়া রয়েছে তাদের। সেগুলি পূরণ করতে এখনও কিছুদিন সময় লাগবে তাদের।
কার্লক জালান একটি বিবৃতি জারি করে জানিয়েছে, " একই কাজের জন্য প্রত্যাশার থেকে বেশি সময় লাগছে। সেই কারণে কিছু সমস্যা তৈরি হবে।" তাদের বক্তব্য, "এখন সেই কারণেই বেতন কাঠামো কিছুটা আঁটোসাঁটো করা হবে। দুই তৃতীয়াংশ কর্মীদের ওপর কোনও প্রভাব পড়বে না। বাকি এক তৃতীয়াংশ কর্মীদের বেতন কমিয়ে দেওয়া হবে।" সংস্থার তরফে আরও জানানো হয়েছে, মোট কর্মীদের ক্ষুদ্র অংশ মাত্র ১০ শতাংশে বিনা বেতনে ছুটিতে পাঠানো হচ্ছে।
advertisement
advertisement
২০১৯ থেকে থমকে রয়েছে জেট এয়ার ওয়েজ। ২০২১ সালে নাশান্যাল কোম্পানি ল ট্রাইব্যুনাল কার্লক ক্যাপিটাল এবং সংযুক্ত আরব আমিরশহীর ব্যবসায়ী মুরারিলাল জালানের প্রস্তাব অনুমোদন করে। জেট এয়ার ওয়েজের হাল ফেরানোর প্রস্তাব দেয় তারা।
advertisement
চলতি বছরই কাজে ফেরার ইঙ্গিত মিলেছিল বিমান সংস্থাটির। মে মাসেই বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ জেট এয়ারওয়েজের উড়ান সংক্রান্ত শংসাপত্র ফের বৈধ করেছিল। সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, জেট এয়ারওয়েজের কাজ নতুন করে শুরু হয়ে যেতে পারে চলতি বছরের মধ্যেই। সেই অনুযায়ী প্রাথমিক উড়ান পরিকল্পনা চূড়ান্ত হতে চলেছে শীঘ্রই। এর আগেই অবশ্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা অক্টোবরেই কাজ শুরু করার লক্ষ্য স্থির করেছে।
advertisement
সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, জেট এয়ারওয়েজের কাজ নতুন করে শুরু হয়ে যেতে পারে চলতি বছরের মধ্যেই। সেই অনুযায়ী প্রাথমিক উড়ান পরিকল্পনা চূড়ান্ত হতে চলেছে শীঘ্রই। এর আগেই অবশ্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা অক্টোবরেই কাজ শুরু করার লক্ষ্য স্থির করেছে। বিমান সংস্থার এক মুখপাত্রের মতে, একটি এয়ারলাইন শুরু করা বা পুনরায় চালু করা একটি জটিল বিষয়। পাশাপাশি তিনি দাবি করেন বিমান এবং ইঞ্জিন- উভয়ের জন্য সম্ভাব্য সর্বোত্তম শর্ত এবং চুক্তি পেতে চান তাঁরা। এর মধ্যে রয়েছে রক্ষণাবেক্ষণ চুক্তি এবং কৌশলগত প্রয়োজনীয়তা পূরণের জন্য বিমান কনফিগার করার মতো বিষয়ও।
advertisement
RAJIB CHAKRABORTY
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2022 2:14 PM IST