Crime against Women: ১৩ বছরের বোনকে ধর্ষণ করল ভাই! প্রেগন্যান্ট হওয়ায় করানো হল...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মেয়েটি প্রেগন্যান্ট হয়ে যাওয়ার পর অভিযুক্ত ও তার পরিবার রেপ হওয়া মেয়েটিকে গর্ভপাত করাতে বাধ্য করে।
advertisement
advertisement
সদর থানার আধিকারিক হরেন্দ্র সিং বলেন, স্থানীয় বাসিন্দারা ১৩ বছরের নাবালিকা তার মাকে নিয়ে থানায় একটি রিপোর্ট দায়ের করে। নির্যাতিতা জানায়, তার মা তার বাবার দ্বিতীয় স্ত্রী। তার সৎ ভাইবোনরা বাবার বাড়িতে আসা-যাওয়া করত। ঈদের ১ মাস আগে সৎ ভাই তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার হুমকি দেয়। মেয়েটি লোকলজ্জার কারণে সেই কথা কাউকে জানায়নি৷ Photo- Representative
advertisement
এক মাস পর নির্যাতিতা জানতে পারে সে অন্তঃসত্ত্বা সেই সময় কথাটা লুকিয়ে গেলেও এক মাস পর ধর্ষিতা মেয়েটি জানতে পারে সে অন্তঃসত্ত্বা। এ নিয়ে তিনি মাকে বিষয়টি জানান। একথা শুনে হতভম্ব হয়ে যান নির্যাতিতার মা। এ বিষয়ে নির্যাতিতার মা তার সৎ ছেলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। Photo- Representative
advertisement
advertisement
অভিযুক্তকে সুরাট থেকে গ্রেফতার করা হয়েছে ও রেপ হওয়া মেয়েটির বয়ানের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তের স্বজনদের কাছে তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কিছুই জানায়নি। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের দল গোটা ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ বিষয়টির গভীরে গিয়ে অভিযুক্তকে গুজরাটের সুরাট থেকে গ্রেফতার করে। একই সময়ে, ১৬৪ জনের জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। Photo- Representative