Paschim Medinipur News: NAAC এর বিচারে 'এ' গ্রেড কলেজে উন্নীত হল ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
২০০৬ সালের ১৭ নভেম্বর পথচলা শুরু হয়েছিল ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় (ডেবরা কলেজ)-এর। মাত্র ১৬ বছরের মধ্যেই সর্বভারতীয় ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (National Assessment and Accreditation Council)- এর বিচারে 'এ' গ্রেড (A- Grade) কলেজে উন্নীত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ উজ্জ্বল করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন এই কলেজ।
#পশ্চিম মেদিনীপুর : ২০০৬ সালের ১৭ নভেম্বর পথচলা শুরু হয়েছিল ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় (ডেবরা কলেজ)-এর। মাত্র ১৬ বছরের মধ্যেই সর্বভারতীয় ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (National Assessment and Accreditation Council)- এর বিচারে 'এ' গ্রেড (A- Grade) কলেজে উন্নীত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ উজ্জ্বল করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন এই কলেজ।
প্রসঙ্গত, ন্যাকের (NAAC) বিচারে ২০১৭ সালে ডেবরা কলেজ পেয়েছিল 'বি' গ্রেড (স্কোর- ২.০১)। মাত্র পাঁচ বছরের মধ্যেই অফলাইন (ক্যাম্পাস ভিসিট বা পরিদর্শন) ও অনলাইন (তথ্যের ভিত্তিতে) ১.০১ স্কোর বাড়িয়ে 'এ' গ্রেড তথা ৩.০২ স্কোর (৪-এর মধ্যে ৩.০১ থেকে ৩.২৫ স্কোর করলে 'এ' গ্রেড পাওয়া যায় ন্যাকের বিচারে) অর্জন করলো এই কলেজ। উল্লেখ্য যে, প্রতি পাঁচ বছর অন্তর ন্যাকের পরিদর্শন হয়।
advertisement
আরও পড়ুনঃ পাটের গোডাউনে ভয়াবহ আগুন! আতঙ্কিত ঘাটাল থানা এলাকার মানুষ
২০২২ সালের প্রথম দিকে (মার্চ মাসে) আবেদনের পরিপ্রেক্ষিতে ন্যাকের প্রতিনিধি দল ডেবরা কলেজ পরিদর্শন করে অক্টোবর মাসের ১৮ ও ১৯ তারিখে। অনলাইন ভ্যারিফিকেশন অবশ্য শুরু হয়ে গিয়েছিল আগেই। এই বিষয়ে কলেজের অধ্যক্ষা ড. রূপা দাশগুপ্ত জানিয়েছেন, "কলেজের ছাত্র-ছাত্রী, আমার সহকর্মী তথা অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় মাত্র পাঁচ বছরের মধ্যে 'বি' গ্রেড থেকে আমাদের এই কলেজ 'এ' গ্রেডে উন্নীত হয়েছে। যা সত্যিই গর্বের ও আনন্দের! কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আমরা নিয়োজিত।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ শব্দবাজি আর নয়! সচেতন করতে ছৌ নৃত্যের শিবির গোয়ালতোড়ে
উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয় তথা ডেবরা কলেজের দায়িত্ব নিয়েছেন ড. দাশগুপ্ত। তারপর থেকেই, প্রায় প্রতিটি ক্ষেত্রে কলেজের প্রভূত উন্নতি হয়েছে বলে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরা জানিয়েছেন।
advertisement
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
October 29, 2022 7:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: NAAC এর বিচারে 'এ' গ্রেড কলেজে উন্নীত হল ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়










