Paschim Medinipur News: শব্দবাজি আর নয়! সচেতন করতে ছৌ নৃত্যের শিবির গোয়ালতোড়ে

Last Updated:

জেলা পুলিশের নির্দেশে গোয়ালতোড় থানার পুলিশের উদ্যোগে ছৌ নৃত্যের মাধ্যমে শব্দবাজি নিয়ে সচেতনতা শিবির। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে গোয়ালতোড় থানার পুলিশের উদ্যোগে আসন্ন কালি পূজা ও দীপাবলির প্রাক্কালে শব্দবাজি সম্পর্কে সাধারন মানুষকে ছৌ নৃত্যের মধ্য দিয়ে সচেতন করল গোয়ালতোড় থানার পুলিশ।

+
ছৌ

ছৌ নৃত্যের মাধ্যমে শব্দবাজি সম্পর্কে সচেতন 

#পশ্চিম মেদিনীপুর : জেলা পুলিশের নির্দেশে গোয়ালতোড় থানার পুলিশের উদ্যোগে ছৌ নৃত্যের মাধ্যমে শব্দবাজি নিয়ে সচেতনতা শিবির। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে গোয়ালতোড় থানার পুলিশের উদ্যোগে আসন্ন কালি পূজা ও দীপাবলির প্রাক্কালে শব্দবাজি সম্পর্কে সাধারন মানুষকে ছৌ নৃত্যের মধ্য দিয়ে সচেতন করল গোয়ালতোড় থানার পুলিশ। শনিবার গোয়ালতোড় বাস স্ট্যান্ড এলাকায় সুদুর পুরুলিয়ার ছৌ নৃত্যের দলের নৃত্যনাট্য এর মধ্য দিয়ে শব্দবাজির ফলে একদিকে যেমন পরিবেশ দূষনের মাত্রা বাড়ায় তার প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
পাশাপাশি শব্দবাজির ফাটাতে গিয়ে অসতর্কতা ফলে মানুষের অঙ্গহানির বিষয়টিও তুলে ধরা হয় সাধারন পথচলতি মানুষদের কাছে। এদিনের এই ছৌ নাচ দেখতে রাস্তার পাশে ভীড় জমায় সাধারন পথচলতি মানুষজন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা। পাশাপাশি গোয়ালতোড় থানার এই কর্মসূচির ফলে সাধারন মানুষের মধ্যে শব্দবাজি প্রসঙ্গে অনেকখানি সচেতন করা সম্ভব হবে বলেই মনে করছেন এলাকার সমাজ সচেতন মানুষেরা।
advertisement
আরও পড়ুনঃ ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে রঙ্গোলি! অংশ নিল স্কুলের কচিকাঁচারা
আগামিদিনে মানুষজনকে সচেতন করতে এই ধরণের উদ্যোগ গ্রহন করবে গোয়ালতোড় থানা বলে জানিয়েছেন থানার আধিকারিকরা। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণে শব্দবাজি, গ্রেফতার করা হয় নিষিদ্ধ শব্দবাজি কেনা বেচার সঙ্গে যুক্তদের। তবে জেলা পুলিশ এবং বিভিন্ন থানার পুলিশের এই সচেতনতায় আদেও কি সচেতন বোধ তৈরি হবে সাধারণ মানুষের মধ্যে, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে!
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: শব্দবাজি আর নয়! সচেতন করতে ছৌ নৃত্যের শিবির গোয়ালতোড়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement