West Midnapore News: ৬ পা নিয়ে দাসপুরে জন্ম আজব-দর্শন বাছুরের, অলৌকিকত্বের আশায় জমছে ভিড়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
West Midnapore News: ৪ পায়ের বদলে বাছুরটির শরীরে রয়েছে ৬ টি পা। অতিরিক্ত দু'টি পা শরীরের উপরের অংশে বা পিঠের কাছ থেকে বেরিয়েছে।
পার্থ মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর: ৪ পায়ের বদলে ৬ পা নিয়ে জন্ম নিল বাছুর। বিরল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ধর্মা উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দাসপুরের ধর্মা এলাকার বাসিন্দা অশোক দোলইয়ের বাড়ির এক পোষ্য গাভী মঙ্গলবার সকালে শাবকের জন্ম দেয়।
জন্মের পরই দেখা যায় বিরল ঘটনা। পরিবারের সদস্যরা লক্ষ করেন, ২ টি অতিরিক্ত পা নিয়ে জন্মেছে বাছুরটি। এরপরই, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় ভিড় জমে ওঠে।
বাড়ির কর্তা অশোক দোলই, তাঁর স্ত্রী কাজল দোলই বলেন, " ৪ পায়ের বদলে বাছুরটির শরীরে রয়েছে ৬ টি পা।" অতিরিক্ত দু'টি পা শরীরের উপরের অংশে বা পিঠের কাছ থেকে বেরিয়েছে। তবে, বাকি ৪-টি পা স্বাভাবিক। যদিও, এ নিয়ে ছড়াতে শুরু করে নানা গুজব।
advertisement
advertisement
আরও পড়ুন : সন্তান মোবাইল গেমে আসক্ত? খুব সাবধান, ডায়মন্ড হারবারের ঘটনা রাতের ঘুম কেড়ে নেবে
ওই এলাকার বাসিন্দা অলক রায়, দিলীপ দোলই, দীপক রায়, কার্তিক দোলই সহ-অন্যান্যরা জানান, এর আগে দাসপুর থানা এলাকায় এমন বাছুর জন্মগ্রহণের খবর শোনা যায়নি। যদিও, বাছুরটির জন্মের পর অন্যান্য বাছুরের মতোই স্বাভাবিক আচরণ করছে বলে তাঁরা জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন : স্বামীর পরিবারে নির্যাতিত স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ‘আত্মঘাতী’ স্বামী
অন্যদিকে, পশু চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক ঘটনা না হলেও, এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে থাকে। এজন্য দায়ী পলিমেলিয়া (polymelia) নামে একটি জেনেটিকাল ডিসঅর্ডার। এর ফলে যে অতিরিক্ত অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয় তার নাম- পায়গোমেলিয়া বা সুপার নিউরিমারি অঙ্গ।
advertisement
পশ্চিম মেদিনীপুরের পশুপ্রেমী সংগঠনের সক্রিয় সদস্য শিবু রানা এবং প্রাণী চিকিৎসক ডাঃ রাকেশ মণ্ডল জানিয়েছেন, শুধু গরু নয়, কুকুর, বিড়াল সহ অন্যান্য পশু; এমনকি মানুষের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটে। এর ফলে পশুদের ক্ষেত্রে তেমন সমস্যা হয় না বলেও জানিয়েছেন তিনি।
view commentsLocation :
First Published :
December 01, 2022 1:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ৬ পা নিয়ে দাসপুরে জন্ম আজব-দর্শন বাছুরের, অলৌকিকত্বের আশায় জমছে ভিড়