Purulia: কালীপুজোর রাতে কুসংস্কারের বলি! হাড়হিম করা কাণ্ড পুরুলিয়ার গ্রামে, আদিবাসী মহিলার সঙ্গে পরিবার যা করেছে জানলে শিউরে উঠবেন

Last Updated:

Purulia News: কালীপুজার রাতে কুসংস্কারের বলি এক মহিলা। ডাইনি অপবাদ দিয়ে আদিবাসী এক মহিলাকে খুনের অভিযোগ উঠল দেওর-সহ গোটা পরিবারের বিরুদ্ধে। পুরুলিয়ার পাড়া থানার চাপুরি গ্রামের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কালীপুজার রাতে ডাইনি অপবাদে মহিলাকে খুন
কালীপুজার রাতে ডাইনি অপবাদে মহিলাকে খুন
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডল: কালীপুজোর রাতে কুসংস্কারের বলি এক মহিলা। ডাইনি অপবাদ দিয়ে আদিবাসী এক মহিলাকে খুনের অভিযোগ উঠল দেওর-সহ গোটা পরিবারের বিরুদ্ধে। কালীপুজার রাতে পুরুলিয়ার পাড়া থানার চাপুরি গ্রামের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম পদবী টুডু (৩৭)।
মৃতার স্বামী ও মেয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদবী টুডুকে ‘ডাইনি’ বলে অপবাদ দেয় তারই পরিবার এবং আত্মীয়দের একাংশ। সেই শত্রুতা থেকেই কালীপুজোর রাতে পরিবারের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলার মাঝে পদবী টুডুকে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ  কর্মস্থলে মানসিক নির্যাতনের শিকার! গঙ্গায় ঝাঁপ হবু কনের, উদ্ধার সু*ইসাইড নোট, চন্দননগরে চাঞ্চল্য
খবর পেয়ে পাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুখ থেঁতলানো অবস্থায় পদবীর রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ঘটনায় আট জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। মৃতার পরিবারের দুই মহিলা-সহ ছয় জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে এলাকায় পরপর চুরির ঘটনা! নাবালককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে, গ্রেফতার পরিবারের ৪ সদস্য
একটি মেয়ের অসুস্থতাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। অন্যদিকে জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক নয়ন মুখার্জি জানান, গত চার বছর আগে আদ্রা থানা এলাকায় ডাইনি অপবাদে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছিল। মাঝে ছোটখাটো ঘটনা ঘটলেও খুনের মত ঘটনা উদ্বেগজনক। কয়েক দিনের মধ্যেই জেলা বিজ্ঞান মঞ্চের তরফে প্রতিনিধি ওই গ্রামে যাবেন। ডাইনি অপবাদে জেলার বিভিন্ন গ্রামে নানা সমস্যা তৈরি হয়। মূলত কুসংস্কার থেকেই ডাইনির জন্ম। সামাজিক এই ব্যাধি আগের তুলনায় কমে এসেছে বলে দাবি করেন নয়ন মুখার্জি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia: কালীপুজোর রাতে কুসংস্কারের বলি! হাড়হিম করা কাণ্ড পুরুলিয়ার গ্রামে, আদিবাসী মহিলার সঙ্গে পরিবার যা করেছে জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Turkey Plane Crash: টেক অফের পরেই ভেঙে পড়ল তুরস্কের সেনা কার্গো বিমান ! মৃ*ত ২০
টেক অফের পরেই ভেঙে পড়ল তুরস্কের সেনা কার্গো বিমান ! মৃ*ত ২০
  • ফের বিমান দুর্ঘটনা !

  • টেক অফের পরেই ভেঙে পড়ল তুরস্কের সেনা কার্গো বিমান !

  • মৃত ২০

VIEW MORE
advertisement
advertisement