স্বামীর পরিবারে নির্যাতিত স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ‘আত্মঘাতী’ স্বামী
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Durgapur Couple's Mysterious Death: প্রণয়ের সম্পর্কে থাকার পর বিয়ে হয় এই দম্পতির, কিন্তু অভিযোগ আকাশের বাড়ির লোকজন মেনে নিতে পারেনি এই বিয়ে
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর : স্ত্রীর উপর পরিবারের অত্যাচার মেনে নিতে পারেননি স্বামী। অভিযোগ, তাই একসঙ্গে আত্মঘাতী হলেন এক দম্পত্তি।
দুর্গাপুরের কাঁকসার বাবনাবেড়া রুইদাস পাড়ার এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। বছর ২৪-এর আকাশ আকুড়ের সাথে পম্পা রুইদাসের বিয়ে হয়েছিল বছর দুয়েক আগে। প্রণয়ের সম্পর্কে থাকার পর বিয়ে হয় এই দম্পতির, কিন্তু অভিযোগ আকাশের বাড়ির লোকজন মেনে নিতে পারেনি এই বিয়ে।
স্থানীয সূত্রে জানা গিয়েছে বিয়ের পর থেকেই নানারকম অশান্তি চলত এই রুইদাস পরিবারে। অভিযোগ, একই পাড়ায় বিয়ে হওয়ার পরও বাপের বাড়ির সঙ্গে পম্পাকে যোগাযোগ রাখতে দিত না আকাশের পরিবার। সম্প্রতি মাস তিন হল পম্পা অন্তঃসত্ত্বা ছিল। কিন্তু অত্যাচারের মাত্রা প্রতিনিয়ত বাড়ছিল বলে অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন : পায়রার খাঁচায় বিষধর চন্দ্রবোড়া! চাঞ্চল্য রাজারহাটের লাউহাটিতে
মৃত দম্পতির ঘনিষ্ঠদের দাবি, স্ত্রীর উপর এই অত্যাচার আর মেনে নিতে পারছিলেন না আকাশ। পাড়ার লোকজনের বক্তব্য, ঠিক এই কারণে আকাশ ও পম্পা একসঙ্গে আত্মহত্যা করেন। কাঁকসা থানার পুলিশ আকাশের বাড়ি থেকে দুই জনের নিথর দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2022 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামীর পরিবারে নির্যাতিত স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ‘আত্মঘাতী’ স্বামী