অনুপ চক্রবর্তী, লাউহাটি- চন্দ্রবোড়া সাপ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল রাজারহাটে। এলাকার লোকেদের চেষ্টায় মহম্মদ মোল্লা নামে এক ব্যক্তির রান্নাঘরে একটি পায়রার খাঁচার মধ্যে ধরা পড়ে সাপটি। পরে রাজারহাট থানার পুলিশ বন দফতর উদ্ধার করে নিয়ে যায় সাপটিকে। ভারতবর্ষের বিষধর সাপগুলির মধ্যে অন্যতম চন্দ্রবোড়া।
এই ঘটনায় কেউ ওই বিষধর সাপটিকে মেরে না ফেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বন দফতরের কর্তারা। স্থানীয় সূত্রে খবর, লাউহাটি ৯১ নং বাস স্ট্যান্ডের পাশের একটি পাড়ায় মঙ্গলবার সকালে ওই বিশালাকার সাপটি ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা।
আরও পড়ুন : বিড়ি বেঁধে সংসার! একই পরিবারের তিনজন শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন নিয়ে কোনওমতে চলছে সংসার
প্রথমে এটিকে পাইথন বা ময়াল সাপ ভেবে ভুল করেন স্থানীয়রা। পরে সাপটি মহম্মদ মোল্লার রান্না ঘরে ঢুকে নিজে থেকেই একটি পায়রার খালি খাঁচায় আটকে পড়ে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য পড়ে গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।