Mobile Game: সন্তান মোবাইল গেমে আসক্ত? খুব সাবধান, ডায়মন্ড হারবারের ঘটনা রাতের ঘুম কেড়ে নেবে
- Published by:Suman Biswas
Last Updated:
Mobile Game: পরিবারের লোকজন জানতে পারলে তাকে উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
#ডায়মন্ড হারবার: ফ্রি ফায়ার গেম খেলতে নিষেধ করায় ডায়মন্ড হারবারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণীর ছাত্র। মৃত কিশোরের পরিবারের লোকজন জানায়, বেশ কয়েক বছর ধরে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল ১২ বছরের দেবপ্রসাদ সর্দার। এ নিয়ে পরিবারের লোকজন পড়াশোনাতে ক্ষতি হচ্ছে বলে তাকে গেম খেলতে নিষেধ করে। এমনকি তার থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।
সেই সময় অভিমানে মোবাইল ফোন ভেঙে ফেলে ওই কিশোর। পরে আবারও মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলতে থাকে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্র। গত মঙ্গলবার আবারও পরিবারের লোকজন অনলাইন গেম খেলতে নিষেধ করে কিশোরের থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে বকাবকি করে। এর পরেই বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর।
advertisement
advertisement
পরে পরিবারের লোকজন জানতে পারলে তাকে উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠায় ডায়মন্ড হারবার থানার পুলিশ।
advertisement
অন্যদিকে মৃত কিশোরের পরিবারের লোকজন জানায়, অনলাইন গেমের প্রভাবে নষ্ট হচ্ছে বর্তমান সময়ের শিশুদের শৈশব। তাই অবিলম্বে এসব বন্ধ করা উচিত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2022 12:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Game: সন্তান মোবাইল গেমে আসক্ত? খুব সাবধান, ডায়মন্ড হারবারের ঘটনা রাতের ঘুম কেড়ে নেবে