West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:

হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে আবহাওয়ায় বদলের সম্ভাবনা রয়েছে৷ ২৪ অক্টোবর, শুক্রবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

ফাইল ছবি৷
ফাইল ছবি৷
ভাইফোঁটার পরেই কি ফের বদল হবে আবহাওয়ায়? বর্ষা বিদায়ের পরেও ফের বৃষ্টি হবে বাংলায়? সেরকমই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷
হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে আবহাওয়ায় বদলের সম্ভাবনা রয়েছে৷ ২৪ অক্টোবর, শুক্রবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ২৫ অক্টোবর শনিবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা। শনিবার , রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। দখিনা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আগামী সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের আট জেলাতেই। মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। তার আগে শুক্রবার থেকেই হাওয়া বদল। শুক্রবারেও বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র পাহাড়ের দুই জেলায়। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং রবিবার এই তিন জেলার সঙ্গে মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভাইফোঁটা পর্যন্ত দক্ষিণ বা উত্তরবঙ্গে রোদ ঝলমলে আকাশই থাকবে৷
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ শক্তিশালী হবে। ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে এই নিম্নচাপ। বুধবার নাগাদ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটির অভিমুখ হবে তামিললাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকায়। এই নিম্নচাপটি শেষ পর্যন্ত শক্তি বৃদ্ধি করলেও ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, সেদিকে নজর আবহাওয়াবিদদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement