Panchayat Election 2023: তৃণমূল কর্মীর ফেলে যাওয়া বাইক ভেঙে পুকুরে ফেলল বিজেপি, 'দাবাং' স্টাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশ কর্তার
- Published by:kaustav bhowmick
- local18
Last Updated:
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল কর্মীর বাইক ভেঙে পুকুরে ফেলে দিল বিজেপি। 'দাবাং' স্টাইলে পরিস্থিতি সামালেন পুলিশ কর্তা
পশ্চিম মেদিনীপুর: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল নারায়ণগড়। বুথ দখলের চেষ্টার অভিযোগে তৃণমূল কর্মীর বাইক ভেঙে পুকুরে ফেলে দিল বিজেপি কর্মীরা। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন নারায়ণগড় থানার ‘দাবাং’ পুলিশ অফিসার শেখ আনিসুর রহমান।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কাঠালিয়া এলাকায় সংঘর্ষ বাঁধে বিজেপি ও তৃণমূলের মধ্যে। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল নেতা শেখ শরীফ পুলিশকে সঙ্গে নিয়ে ছাপ্পা ভোট দিতে এলাকায় ঢুকেছেন। এই সময় গ্রামের বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তৃণমূল নেতার সঙ্গে আসা বাইক বাহিনীর। উভয় পক্ষই লাঠিসোঁটা নিয়ে একে অপরকে আক্রমণ করে। উত্তেজনা তৈরি হলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় ছুটে আসেন নারায়ণগড় থানার আধিকারিক শেখ আনিসুর রহমান।
advertisement
advertisement
দুই পক্ষকে অনেক বুঝিয়েও কাজ না হওয়ায় শেষে ‘দাবাং’ স্টাইলে পরিস্থিতির মোকাবেলা করেন ওই পুলিশকর্তা। তাঁকে আঙুল উঁচিয়ে দুই দলের কর্মী সমর্থকদের বলতে শোনা যায়, ‘ভোট একটা দিনের। কালই কিছু হলে আমার কাছে আসতে হবে। এটা মনে রাখে যেন সবাই।’ তবে তাঁর এই হুঁশিয়ারিতে কাজ হয়। এরপরই পিছু হটে দু’পক্ষ। তবে এরই মধ্যে বিজেপি কর্মীদের তাড়ায় ফেলে যাওয়া এক তৃণমূল কর্মীর বাইক ভেঙে পুকুরের জলে ফেলে দেয়।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 8:36 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Panchayat Election 2023: তৃণমূল কর্মীর ফেলে যাওয়া বাইক ভেঙে পুকুরে ফেলল বিজেপি, 'দাবাং' স্টাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশ কর্তার