North 24 Parganas News: বুথের ভেতর পিস্তল হাতে ধরা পড়ল দুষ্কৃতী, ছাড়াতে এসে 'জলে গেল' ১৫ টা বাইক
- Published by:kaustav bhowmick
- local18
Last Updated:
স্বরূপনগরের ভোট কেন্দ্রের ভেতর থেকে পিস্তল সহ ধরা পড়ল দুষ্কৃতী। তাকে ছাড়াতে এসে বহিরাগত বাইক বাহিনীর বিশাল ক্ষতি
উত্তর ২৪ পরগনা: সশস্ত্র অবস্থায় বুথের ভিতর ধরা পড়ল এক দুষ্কৃতী। তাকে ছিনিয়ে নিতে এসে গ্রামবাসীদের তাড়া খেয়ে পালাতে হল বিশাল বাইক বাহিনীকে। পালানোর সময় ১৫ টা বাইক ছেড়ে রেখে চলে যায় দুষ্কৃতীরা। এরপর সেই বাইকগুলো ভেঙে পুকুরে ফেলে দেয় গ্রামের মানুষ। স্বরূপনগরের ঘটনা।
আরও পড়ুন: ভোট লুট হলেও প্রশাসন চুপ! এসডিও অফিসের গেটে চুড়ি পরিয়ে বিজেপির বিক্ষোভ
শনিবার সকাল থেকেই বারে বারেই উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকা। একই পরিস্থিতি তৈরি হয় স্বরূপনগরের সারাফুল নির্মাণ পঞ্চায়েতের ১৩৮ ও ১৩৭ নম্বর বুথে। এখানকার এক মহিলা সিপিএম প্রার্থীর অভিযোগ, বুথের মধ্যে পিস্তল নিয়ে ঢুকে ভোট লুঠের চেষ্টা করছিল এক দুষ্কৃতী। কিন্তু বাকি ভোটাররা তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর ওই দুষ্কৃতীকে বুথের মধ্যেই আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। এর জন্য থমকে যায় ভোট গ্রহণ। খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ওই বুথে পৌঁছে সশস্ত্র অবস্থায় সেই দুষ্কৃতীকে আটক করে। তাকে পুলিশ গাড়িতে তোলার সময় গ্রামবাসীরা দু -চার ঘা ধরিয়ে দেয়।
advertisement
এদিকে পুলিশ ওই দুষ্কৃতীকে থানায় নিয়ে চলে যাওয়ার পর দেখা যায় এক বিশাল বাইক বাহিনী বুথ দখলের চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে গ্রামের বাসিন্দারা একজোট হয়ে তাড়া করলে ১৫ টি বাইক ফেলে রেখে ওই বহিরাগতা পালিয়ে যায়। ক্ষুব্ধ গ্রামের মানুষ ফেলে যাওয়া বাইকগুলো ভেঙে গ্রামের পুকুরের জলে ফেলে দেয়। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামে।
advertisement
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 8:11 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বুথের ভেতর পিস্তল হাতে ধরা পড়ল দুষ্কৃতী, ছাড়াতে এসে 'জলে গেল' ১৫ টা বাইক