খড়গপুর: প্রকাশ্য দিবালোকে খড়গপুর দু'নম্বর ব্লকের পলস্যার কয়তা এলাকায় এক বেসরকারি ঋণ সংস্থার কর্মীকে লক্ষ্য করে গুলি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ঐ ব্যাংক কর্মীকে প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ খড়গপুর ২ নম্বর ব্লকের সাঙ্গাড় এলাকায় ঋণের টাকা সংগ্রহ করতে যান অভিজিৎ ভূঁইয়া নামে এক ঋণ সংস্থার কর্মী। ঋণের টাকা সংগ্রহ করে বাইক নিয়ে একাই ফিরছিল অভিজিৎ ভূঁইয়া। সেই সময় কয়তার কাছে পিছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। হেলমেট পরে থাকা সত্ত্বেও তা ভেদ করে গিয়ে গুলি লাগে তাঁর মাথার পিছনে।
আরও পড়ুন: মাঠে তাস খেলছিলেন ৮ জন, হঠাৎ নজরে পড়ে পাড়ার ছেলের মৃতদেহ! কুলতলিতে চাঞ্চল্য
ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অভিজিৎ। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয় মানুষদের সহযোগিতায় তড়িঘড়ি অভিজিৎকে উদ্ধার করে পাঠায় খড়গপুর মহকুমা হাসপাতালে। সেখানে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: রোগীকে মেঝেতে শোয়ার পরামর্শ, নিজের জন্য সরকারি হাসপাতালের বেড আটকে রাখল আয়া
এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন, কারা গুলি চালালো বা কীভাবে ঘটল এই ঘটনা এবং এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার পর আতঙ্ক দেখা দিয়েছে এলাকায়।
শোভন দাস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, West Midnapore news