South 24 Parganas News: মাঠে তাস খেলছিলেন ৮ জন, হঠাৎ নজরে পড়ে পাড়ার ছেলের মৃতদেহ! কুলতলিতে চাঞ্চল্য
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
South 24 Parganas News: পুলিশ সূত্রে খবর, গভীর রাতে খবর আসে শুকদেবের মোড় এলাকায় ধান জমির পাশে একটি মৃতদেহ পরে রয়েছে। মৃতের নাম অলোক বৈদ্য। কাটাখালী এলাকার বাসিন্দা।
কুলতলি: চাষের জমিতে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম, অলোক বৈদ্য। কুলতলির কাটখালি এলাকার বাসিন্দা। গভীর রাতে সেই মাঠে ৮ জন ব্যক্তি তাস খেলতে গিয়ে দেখতে পান, জমিতে জি.আই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে রয়েছেন এক ব্যাক্তি। কাছে গিয়ে অলোককে চিনতে পারেন তাঁরা। এক বাসিন্দা পতিত হালদার বলেন, "সেই রাতেই পুলিশ আসে, মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।"
অলোকের স্ত্রী মধুমিতা বলেন, "বিকেল ৩টের সময় বাড়ি থেকে বন্ধুর দোকানে কাজে যায়। রাতে আর বাড়ি ফেরেনি, ভোরের দিকে বাড়িতে খবর আসে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমার স্বামিকে। হাসপাতালে গিয়ে জানতে পারি, সে আর বেঁচে নেই।"
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, গভীর রাতে খবর আসে শুকদেবের মোড় এলাকায় ধান জমির পাশে একটি মৃতদেহ পরে রয়েছে। মৃতের নাম অলোক বৈদ্য। কাটাখালী এলাকার বাসিন্দা। কী কারণে তিনি গভীর রাতে ওই এলাকায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আজই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।
advertisement
এলাকার এক চাষী জানান, চাষের জমিতে ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য, চাষের জমিতে বিদ্যুতের তার ছড়িয়ে রাখেন চাষীরা। আর এর ফলে প্রায়শই বিদ্যুৎস্পৃষ্ট হউএ মৃত্যু হচ্ছে মানুষের। পুলিশের পক্ষ থেকেও এলাকায় মাইকিং করা হয়েছে খোলা তারে বিদ্যুৎ সংযোগ না করার জন্য । তার পরেও হুঁশ ফিরছেনা কুলতলী মানুষের।
অর্পণ মন্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 11:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাঠে তাস খেলছিলেন ৮ জন, হঠাৎ নজরে পড়ে পাড়ার ছেলের মৃতদেহ! কুলতলিতে চাঞ্চল্য