Bardhaman: রোগীকে মেঝেতে শোয়ার পরামর্শ, নিজের জন্য সরকারি হাসপাতালের বেড আটকে রাখল আয়া

Last Updated:

বেড দেওয়া যাবে না রোগীকে। তাঁকে থাকতে হবে মেঝেতে। কারণ অবাক হওয়ার মতো। সেই বেডে নাকি বিশ্রাম নেবেন আয়া

বর্ধমান: বেড দেওয়া যাবে না রোগীকে। তাঁকে থাকতে হবে মেঝেতে। কারণ অবাক হওয়ার মতো। সেই বেডে নাকি বিশ্রাম নেবেন আয়া। ওই বেড নাকি তার জন্যই সংরক্ষিত। আয়াদের দৌরাত্ম্যের এমনই অভিযোগ উঠল  কাটোয়া মহকুমা হাসপাতালে। ঘটনার কথা জানার পর অভিযুক্ত আয়াকে হাসপাতালে ঢুকতে নিষেধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে।
আয়েসা সুলতানা নামে এক মহিলা হাসপাতালে ভর্তি হয়ে ওয়ার্ডে যান। সেখানে বেড নিতে গেলে সমস্যার মধ্যে পড়তে হয় তাঁকে। বেড পেতে তাঁকে আয়ার বাধার মুখে পড়তে হয়। জানা গিয়েছে,পুলিশের হোমগার্ড সাবির শেখের বাড়ি কেতুগ্রামের চাকটা এলাকায়। তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে কাটোয়া শহরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। তাঁর স্ত্রী আয়েসা সুলতানা আচমকা অসুস্থ হন। তড়িঘড়ি স্ত্রীকে নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালের এমার্জেন্সিতে আসেন সাবির। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েসাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপরই মহিলা বিভাগে ভর্তি করাতে গেলে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। অভিযোগ, এক আয়া মহিলা বিভাগের একটি বেড আগলে দাঁড়িয়েছিলেন। রোগিণীকে বাধা দেন ওই আয়া। আয়েসা বলেন, '' আয়া আমাদের জানান ওই বেডটিতে নাকি ভর্তি করানো যাবে না। কারণ সেখানে তিনি থাকবেন। এটা নাকি তাঁর জন্যই রাখা হয়েছে।''
advertisement
আয়েশাকে হাসপাতালের মেঝেতে থাকতে বলা হয়, দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। পরে তাঁকে অন্য বেডে রাখার ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুপ্রিয় দত্ত জানান, আয়ার বিষয়ে মৌখিকভাবে অভিযোগ শুনেছি। আসলে মহিলা বিভাগে একটি বেড ট্রমা কেয়ারের জন্য সংরক্ষিত থাকে। তবে ওই আয়াকে হাসপাতাল ঢুকতে নিষেধ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
অভিযোগ, রোগিণীকে বেড দিতে অস্বীকার করে মেঝেতে থাকার পরামর্শ দেন ওই আয়া। এরপর গভীর রাতে ওই রোগিণীকে অন্য বেডে রাখা হয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman: রোগীকে মেঝেতে শোয়ার পরামর্শ, নিজের জন্য সরকারি হাসপাতালের বেড আটকে রাখল আয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement