Shishu Mela 2026: ছোট্ট বয়সেই নিজের পায়ে দাঁড়ানোর পাঠ! সুন্দরবনে শিশু মেলায় হাতেকলমে শিখছে খুদেরা, শক্ত হচ্ছে ভবিষ্যতের ভিত
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Shishu Mela 2026: এই শিশু মেলা শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়— এটি সমাজের প্রান্তিক শিশুদের জন্য একটি নিরাপদ স্বপ্নের মঞ্চ, যেখানে সচেতনতা, আত্মবিশ্বাস ও স্বনির্ভর ভবিষ্যৎ গঠনের বীজ বপন করা হচ্ছে।
হাসনাবাদ, জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণাঃ সুন্দরবনে শিশু মেলায় দেওয়া হল সচেতনতার পাঠ, স্বনির্ভর ভবিষ্যৎ গঠনের বার্তা। বর্তমান সমাজে শিশুদের নিরাপদ, সচেতন ও স্বনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিকূল সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় বেড়ে ওঠা শিশুদের সামনে সঠিক পথ দেখানো কতটা জরুরি, তারই এক বাস্তব দৃষ্টান্ত উঠে এল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে আয়োজিত শিশু মেলায়।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের বরুনহাটে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী শিশু মেলায় বিনোদনের পাশাপাশি সচেতনতা, আত্মনির্ভরতা ও জীবনমুখী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিজেদের সক্ষমতা সম্পর্কে সচেতন করে তোলা এবং ভবিষ্যতে দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আরও পড়ুনঃ ১৯ নং জাতীয় সড়কে বন্ধ যান চলাচল! ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বিপত্তি, ঘটনাস্থলে পুলিশ-দমকল
মেলায় অংশ নিয়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ৮-১৮ বছর বয়সি স্কুলপড়ুয়া শিশুরা। তাঁদের হাতে তৈরি বিভিন্ন কুটির শিল্প সামগ্রী প্রদর্শনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের প্রকাশ ঘটেছে। বিশেষভাবে নজর কেড়েছে ফেলে দেওয়া ও নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র ব্যবহার করে তৈরি শিল্পকর্ম, যা একদিকে যেমন পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছে, তেমনই শিশুদের মধ্যে পুনর্ব্যবহার ও স্বনির্ভরতার ভাবনাকে শক্তিশালী করছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিশু মেলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক সচেতনতা বৃদ্ধি। খেলাধূলা, শিল্পকলা ও নানা কার্যক্রমের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, সুন্দরবনের এই শিশু মেলা শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়— এটি সমাজের প্রান্তিক শিশুদের জন্য একটি নিরাপদ স্বপ্নের মঞ্চ, যেখানে সচেতনতা, আত্মবিশ্বাস ও স্বনির্ভর ভবিষ্যৎ গঠনের বীজ বপন করা হচ্ছে।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 18, 2026 1:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Shishu Mela 2026: ছোট্ট বয়সেই নিজের পায়ে দাঁড়ানোর পাঠ! সুন্দরবনে শিশু মেলায় হাতেকলমে শিখছে খুদেরা, শক্ত হচ্ছে ভবিষ্যতের ভিত








