Republic Day 2026: প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের সময়ে বিপত্তি! খুলে পড়ল তিরঙ্গা, যা করলেন পুলিশ সুপার, হতবাক সকলে
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Republic Day 2026: ২৬ জানুয়ারি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানের মাঝে ঘটল নজিরবিহীন বিপত্তি। পতাকা উত্তোলনের সময় আচমকাই খুলে পড়ল তিরঙ্গা।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: আজ ২৬ জানুয়ারি। গোটা দেশ জুড়ে পালিত হল প্রজাতন্ত দিবস। ক্লাবে, স্কুলে, সরকারি দফতরে হল পতাকা উত্তোলন অনুষ্ঠান। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের সময় ঘটল বিপত্তি। যা আগে কখনও ঘটেনি। খুলে পড়ল জাতীয় পতাকা। তবে তিরঙ্গাকে মাটিতে লুটিয়ে পড়তে দিলেন না পুলিশ সুপার। জেলা প্রশাসনের প্রজাতন্ত্র দিবসে নজিরবিহীন বিপত্তি।
২৬ জানুয়ারি জেলা প্রশাসনের প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় আচমকাই খুলে পড়ে গেল তিরঙ্গা। প্রতিবছর আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবস উদযাপন করে জেলা প্রশাসন। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক। সঙ্গে থাকেন পুলিশ সুপার। এটাই এখানকার রীতি। তবে এবার ঘটল বিপত্তি।
আরও পড়ুনঃ কল্যাণীতে পিকনিকে এসে মর্মান্তিক পরিণতি শিশুর! টোটো থেকে পড়তেই পিষে দিল বাস, বাবা-মায়ের চোখের সামনে শেষ একমাত্র সন্তান
জেলাশাসক আর বিমলা জাতীয় পতাকা উত্তোলনের সময় পতাকা প্রায় শীর্ষে ওঠার মুহুর্তে আচমকা খুলে পড়ে যায়। তখন মাঠ ভর্তি জনতা। তবে জাতীয় পতাকাকে মাটিতে লুটিয়ে পড়তে দেননি জেলা পুলিশ সুপার উমেশ গণপথ খন্ড বাহালে। তিনি হাত দিয়ে পতাকা ধরে ফেলেন।
advertisement
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 26, 2026 2:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Republic Day 2026: প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের সময়ে বিপত্তি! খুলে পড়ল তিরঙ্গা, যা করলেন পুলিশ সুপার, হতবাক সকলে









