Kalyani Accident: কল্যাণীতে পিকনিকে এসে মর্মান্তিক পরিণতি শিশুর! টোটো থেকে পড়তেই পিষে দিল বাস, বাবা-মায়ের চোখের সামনে শেষ একমাত্র সন্তান
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Kalyani Accident: কল্যাণীতে পিকনিক করতে এসে বাবা-মায়ের চোখের সামনে মর্মান্তিক পরিণতি একমাত্র শিশু সন্তানের। টোটো থেকে রাস্তায় পড়ে যায় শিশুটি। সেই মুহূর্তে পিছন থেকে একটি বাস এসে পিষে দিয়ে যায়।
কল্যাণী, নদিয়া, মৈনাক দেবনাথ: কল্যাণীতে পিকনিক গার্ডেনে পিকনিক করতে এসে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল বরানগরের একটি পিকনিক পার্টি। মৃত্যু হল এক শিশুর। জানা গিয়েছে, বরানগর থেকে বাসে করে কল্যাণীর পিকনিক গার্ডেনে বেড়াতে এসেছিলেন একদল। পিকনিক শেষে সেখান থেকে টোটো করে শহর ঘুরতে বেরিয়েছিলেন তারা। সেই সময় একটি বাম্পারের উপর দিয়ে টোটোটি যাওয়ার সময় আচমকা ঝাঁকুনির জেরে টোটো থেকে চার বছরের এক শিশু রাস্তায় পড়ে যায়।
বাবা-মায়ের একমাত্র সন্তান। বাড়ি উত্তর ২৪ পরগনার বরানগর এলাকায়। দুর্ভাগ্যজনকভাবে, ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি বাস শিশুটিকে পিষে দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বাবা মায়ের চোখের সামনে সন্তানের মর্মান্তিক মৃত্যু। ভেঙে পড়েছে সকলে। ঘটনার তদন্তে কল্যাণী থানার পুলিশ।
আরও পড়ুনঃ বন্ধুদের সঙ্গে হইহই করে জঙ্গলে ঘুরতে গিয়েছিল, বাড়ি ফিরল নিথর দেহ! মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ১৯ বছরের যুবকের
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে ই-রিক্সা অর্থাৎ টোটোর দৌরাত্ম্য। সাধারণ তেলচালিত অটো রিক্সার থেকে এই রিকশাগুলি তুলনামূলক কম ভারী হয়। যেই কারণে অনেক সময় দেখা যায় টোটোর যাত্রী ধারণ ক্ষমতার থেকে বেশি যাত্রী বহন করলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় যাত্রীদের। ঠিক তেমনই এক ঘটনা এদিন দেখা গেল নদিয়ার কল্যাণী শহরে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারা বলছেন, টোটো গাড়িকে আরও নিয়ন্ত্রণ করা উচিত সরকারের। বেশিরভাগ ক্ষেত্রেই এই টোটো গাড়িগুলি ট্রাফিক নিয়ম-কানুন মানে না যার কারণেই ছোট বড় দুর্ঘটনার কবলে পড়তে হয় টোটোর যাত্রীদের। প্রশাসনের কাছে তাদের অনুরোধ দ্রুত টোটোর জন্য কড়া আইন এনে তাদের নিয়ন্ত্রণ করা দরকার। তবেই কমবে দুর্ঘটনার প্রবণতা।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 26, 2026 11:54 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kalyani Accident: কল্যাণীতে পিকনিকে এসে মর্মান্তিক পরিণতি শিশুর! টোটো থেকে পড়তেই পিষে দিল বাস, বাবা-মায়ের চোখের সামনে শেষ একমাত্র সন্তান









