Bishnupur Accident: বন্ধুদের সঙ্গে হইহই করে জঙ্গলে ঘুরতে গিয়েছিল, বাড়ি ফিরল নিথর দেহ! মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ১৯ বছরের যুবকের
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Bishnupur Accident: বন্ধুরা মিলে জঙ্গলে ঘুরতে গিয়ে সাংঘাতিক পরিণতি এক যুবকের। বাঁকুড়ার পাঁচমুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ১৯ বছরের আমন খানের।
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: কয়েকজন বন্ধু মিলে শহর ছেড়ে জঙ্গলের পথ ধরে ঘুরতে গিয়েছিল। বাঁকুড়ার পাঁচমুড়ায় বন্ধুদের সঙ্গে ফটোশুটের পর ফেরার পথে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ১৯ বছরের এক যুবকের। নাম আমন খান। শোকের ছায়া এলাকায়।
বাবা-মা যুবককে একটি মোটরবাইক কিনে দিয়েছিল। আর তাতেই কাল হল। রবিবার বিকেলে ১০-১৫ জন বন্ধুর সঙ্গে শহর ছেড়ে জঙ্গলের পথ ধরে বাঁকুড়ার পাঁচমুড়া গিয়েছিল ঘুরতে। ঘোরাঘুরি সেরে ফটোশুট করে পুনরায় জঙ্গলের পথ ধরে বাড়িতে ফিরছিল সকলে। হঠাৎ করেই ঢেঙ্গাশোল জঙ্গল সংলগ্ন এলাকায় এসে ছন্দপতন।
আরও পড়ুনঃ নুডলস খেয়ে মারাত্মক বিষক্রিয়া! শরীরে অস্বস্তি, হাতে-পায়ে টান! পুরুলিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ৬ জন
জানা যায়, রাস্তার মোড় ঘোরানোর সময় অতি দ্রুত গতিতে থাকা আমন খান তার মোটরবাইকের নিয়ন্ত্রণ হারান। সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশেই থাকা একটি শাল গাছে। রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আমন। ছুটে আসে অন্যান্য বন্ধুরা। যুবকদের দাবি, স্থানীয়দের কাছে তারা সাহায্য চাইলে সকলেই মোবাইল ফোনে ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে ওঠে। কেউ সাহায্য করেনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আদ্রায় মদনবাবুর তবলার পাঠশালা! ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন শাস্ত্রীয় সংগীতের অমূল্য ঐতিহ্য
এরপর তারাই খবর দেয় অ্যাম্বুল্যান্স ডাকে। একটি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম আমন খানকে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে। সেখান থেকে যুবককে রেফার করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
ঘটনার পরেই শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। সোমবার দেহ ময়নাতদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাইক অত্যাধিক দ্রুতগতিতে থাকার জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে মৃত্যুর সঠিক কারণ কী? তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Jan 26, 2026 11:25 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bishnupur Accident: বন্ধুদের সঙ্গে হইহই করে জঙ্গলে ঘুরতে গিয়েছিল, বাড়ি ফিরল নিথর দেহ! মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ১৯ বছরের যুবকের










