North 24 Parganas News: চলবে রেলের কাজ, ৪ মাসের জন্য বন্ধ থাকবে বেলঘরিয়া ওভারব্রিজ! তারিখ জানিয়ে দিল পূর্ব রেল

Last Updated:

North 24 Parganas News: চার মাসের জন্য বন্ধ থাকবে বেলঘরিয়া ওভারব্রিজ। যে ওভারব্রিজটি এলাকায় অন্যতম গুরুত্বপূর্ণ ওভারব্রিজ হিসাবেই পরিচিত। এমন গুরুত্বপূর্ণ একটি ওভারব্রিজ বন্ধ, তারপর আবার চার মাস, স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রী থেকে হকারদের, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বেলঘরিয়া ওভারব্রিজ বন্ধ রাখবে রেল
বেলঘরিয়া ওভারব্রিজ বন্ধ রাখবে রেল
সুবীর দে, বেলঘরিয়া, উত্তর ২৪ পরগনা: চার মাসের জন্য বন্ধ থাকবে বেলঘরিয়া ওভারব্রিজ। যে ওভারব্রিজটি এলাকায় অন্যতম গুরুত্বপূর্ণ ওভারব্রিজ হিসাবেই পরিচিত। এমন গুরুত্বপূর্ণ একটি ওভারব্রিজ বন্ধ, তারপর আবার চার মাস, স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রী থেকে হকারদের, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
চার মাসের জন্য বন্ধ থাকবে বেলঘরিয়া ওভারব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরোপুরি সুরক্ষার জন্য। পূর্ব রেলের পক্ষ থেকে বেলঘরিয়া ওভারব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পর দেখা যায়, রেলের ট্রাকের উপরে ব্রিজের একদিকে আছে পাঁচটি এবং অপরদিকে আছে সাতটি গার্ডার। সেই সব গার্ডারের এবং যে জায়গায় গার্ডারগুলি রয়েছে সেই জায়গার স্বাস্থ্য খারাপ অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবেই খুব জরুরী ভিত্তিতে এবং তৎপরতার সঙ্গে এই ব্রিজের কাজ করার প্রয়োজন।
advertisement
advertisement
রেলের পক্ষ থেকে এমন কাজের জন্য আগে প্রশাসনিক স্তরে বারবার করে আলোচনা করা হয়। এরপর ডিসেম্বর মাসের ২৩ তারিখে উচ্চ পর্যায়ে বেলঘরিয়া ব্রিজের পরিদর্শনে আসে রেল কর্তৃপক্ষ, আরপিএফ, কেএমডিএ, পিডব্লিউ ডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১৭ জানুয়ারি শনিবার থেকে চার মাসের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বারাকপুর মহকুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলঘরিয়া ওভারব্রিজ।
advertisement
তবে বেলঘরিয়া ওভারব্রিজ বন্ধ থাকায় যেমন সমস্যায় পড়বে নিত্যযাত্রীরা, তেমনই সমস্যায় পড়বে হকার ব্যবসায়ীরা। ব্রিজ বন্ধ থাকায় ২ ও ৩ নম্বর রেলগেটের মাধ্যমে যানবাহন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। সেই জায়গায় ব্যাপক যানজটের আশঙ্কা বেলঘরিয়াবাসীদের। আর এমন পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছে অসংখ্য হকার ব্যবসায়ীরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: চলবে রেলের কাজ, ৪ মাসের জন্য বন্ধ থাকবে বেলঘরিয়া ওভারব্রিজ! তারিখ জানিয়ে দিল পূর্ব রেল
Next Article
advertisement
West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা, তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ, রাজ্যে ঠান্ডা কমবে কবে? জেনে নিন
জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা, তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ, রাজ্যে ঠান্ডা কমবে কবে?
  • জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা

  • তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ

  • আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, সঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement