আজ মালদহে মোদি! 'মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার'- সভার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রীর

Last Updated:

শনিবার দুই দিনের জন্য রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের প্রথম দিন, ১৭ জানুয়ারি, মালদহে সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভা করবেন তিনি।

আজ মালদহে মোদি
আজ মালদহে মোদি
মালদহ: শনিবার দুই দিনের জন্য রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের প্রথম দিন, ১৭ জানুয়ারি, মালদহে সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভা করবেন তিনি। পরের দিন, রবিবার ১৮ জানুয়ারি, হুগলির সিঙ্গুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর রাজনৈতিক সভাতেও যোগ দেওয়ার কথা। রাজ্য রাজনীতি এই সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আর মালদহে আসার আগের দিন নিজের সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট করে তিনি জানান, মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
এই সফরের আগে তিনি এক্সে লেখেন, “আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার।”
advertisement
advertisement
advertisement
বাংলায় আসার আগে প্রধানমন্ত্রী নিজে গোটা সফর নিয়ে বিস্তারিত জানান। তথ্য বলছে, শনিবার মালদহে একটি বড় সরকারি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। ওই অনুষ্ঠান থেকে হাওড়া-গুয়াহাটি রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো আরও মজবুত করতে কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
মালদহের অনুষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের শিলান্যাসও হবে। এর মধ্যে রয়েছে বালুরঘাট–হিলি (Balurghat–Hili) নতুন রেললাইন, নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) স্টেশনে অত্যাধুনিক মালবাহী ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ি (Siliguri) লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে (Jalpaiguri) বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণ।
এখানেই শেষ নয়, চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) ট্রেনেরও সূচনা হবে শনিবার।
advertisement
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, প্রধানমন্ত্রী মালদহ টাউন রেলওয়ে স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন। পশ্চিমবঙ্গ ভোটের আগে এক ডজনেরও বেশি নতুন ট্রেন উপহার পাচ্ছে।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station Scheme) আওতায় রাজ্যের ১০১টি স্টেশন পুনর্নির্মাণের কাজ চলছে। রেলের জন্য চলতি বছরে পশ্চিমবঙ্গকে ১৩,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে বলেও জানান রেলমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
আজ মালদহে মোদি! 'মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার'- সভার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
কর্পোরেট জগতের চাকচিক্য থেকে অরণ্যের প্রশান্তি, TCS-এর চাকরি ছেড়ে মণীশ কুমারের শান্তির খোঁজ পথ দেখাচ্ছে সকলকে
কর্পোরেট জগতের চাকচিক্য থেকে অরণ্যের প্রশান্তি,TCS-র চাকরি ছেড়ে মণীশ কুমারের শান্তির খোঁজ
  • কর্পোরেট জগতের চাকচিক্য থেকে অরণ্যের প্রশান্তি

  • TCS-এর চাকরি ছেড়ে মণীশ কুমারের শান্তির খোঁজ

  • পথ দেখাচ্ছে সকলকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement