Gangasagar Mela 2026: মকর সংক্রান্তির পুণ্যস্নানে এসে অঘটন! গঙ্গাসাগরে তলিয়ে গেলেন যুবক, উদ্ধারে ভারতীয় নৌসেনা
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Gangasagar Mela 2026: মকর সংক্রান্তির পুণ্যস্নানে এসে গঙ্গাসাগরে তলিয়ে গেলেন এক যুবক। মেলা প্রাঙ্গণে মোতায়েন নৌসেনার ডাইভিং টিম তৎক্ষণাৎ জেমিনি বোট নিয়ে এগিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই যুবককে জল থেকে তুলে তীরে আনা হয়।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মকর সংক্রান্তির পুণ্যস্নানে এসে তলিয়ে গেলেন এক যুবক। উদ্ধার করল ভারতীয় নৌসেনা। গঙ্গাসাগরে পুণ্যস্নানের সময় গভীর জলে তলিয়ে যান ওই যুবক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবকের নাম সুদীপ্ত।
ভারতীয় নৌসেনার সার্চ অ্যান্ড রেসকিউ টিম তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে তাকে পুলিশের কন্ট্রোল রুমের হাতে তুলে দেওয়া হয়। নৌসেনা সূত্রে জানা গিয়েছে, স্নানের সময় যুবকটি আচমকাই জলের গভীরে চলে যান এবং দিশেহারা হয়ে জলে হাত-পা ছুড়তে থাকেন।
আরও পড়ুনঃ মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গা পরিষ্কার রাখতে বহরমপুর পৌরসভার অভিনব উদ্যোগ! দেখতে ভিড় জমল নদীর ঘাটে
ঘটনাস্থলে মোতায়েন নৌসেনার ডাইভিং টিম তৎক্ষণাৎ জেমিনি বোট নিয়ে এগিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই যুবককে জল থেকে তুলে তীরে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়ায় আমূল পরিবর্তন গঙ্গাসাগরে! পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে হ্যাম রেডিওর ব্যবহার
উদ্ধার হওয়া যুবকের নাম সুদীপ্ত। তবে তার ঠিকানা বা অন্যান্য পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। সমস্ত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকারী ড্রোন, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ও নৌবাহিনীর দল পুণ্যার্থীদের সুরক্ষায় ক্রমাগত জলপথে টহল দিচ্ছে। ফলে এই বছর গঙ্গাসাগর মেলায় বড় বিপদ ঘটেনি। কিন্তু এই তলিয়ে যাওয়ার ঘটনা কেন ঘটল তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সকলকে সতর্ক করা হচ্ছে। চলছে মাইকিং। ওই যুবক এখনও তার পরিচয় বলতে পারছেন না। সেই দিকটিও দেখা হচ্ছে। সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 15, 2026 10:58 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Mela 2026: মকর সংক্রান্তির পুণ্যস্নানে এসে অঘটন! গঙ্গাসাগরে তলিয়ে গেলেন যুবক, উদ্ধারে ভারতীয় নৌসেনা












