SIR-এর প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুর, আগুন ধরানোর অভিযোগ! চাকুলিয়ার ঘটনায় কড়া পদক্ষেপ কমিশনের
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসআইআর-এর প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এবার কড়া পদক্ষেপ নিল কমিশন৷
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসআইআর-এর প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এবার কড়া পদক্ষেপ নিল কমিশন৷ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে মুখ্য সচিব৷ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আরও জোরদার করতে হবে, জানালেন সিইও মনোজ আগরওয়াল৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)-কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া৷ বিডিও অফিসে ভাঙচুর, আগুন ধরিয়ে হয়েছে বলেও অভিযোগ ওঠে৷ পুলিশ সূত্রে খবর, চাকুলিয়ার কাহাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েক জন। যাঁদেরকে এসআইআরের শুনানির জন্য ডাকা হয়েছিল তাঁরাই এসব করেছেন বলে অভিযোগ৷ বিডিও অফিসে ভাঙচুরের সময়ে উপস্থিত এক আইসি জখম হয়েছেন বলেও জানা গিয়েছে৷ চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিডিও৷
advertisement
আরও পড়ুন: সরস্বতী পুজোর দিন হবে না জয়েন্ট এন্ট্রান্স, দিন বদল পরীক্ষার! খুশির খবর জানিয়ে পোস্ট মমতার
advertisement
advertisement
অন্যদিকে, চাকুলিয়ার বুধবারের ঘটনার একদিন আগেই মঙ্গলবার এসআইআরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মালদহ জেলার ফরাক্কা৷ হেয়ারিং ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ ওঠে৷ ফরাক্কা বিডিও অফিস চত্বরে সমস্ত বিএলও একযোগে অবস্থান বিক্ষোভে বসেন। ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা৷ পরের দিনই একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে৷ দুই ঘটনার পরই নিরাপত্তা নিয়ে কড়া ব্যবস্থা কমিশনের৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2026 7:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR-এর প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুর, আগুন ধরানোর অভিযোগ! চাকুলিয়ার ঘটনায় কড়া পদক্ষেপ কমিশনের








