Archana Puran Singh: ‘হাতটা সারাজীবনের জন্য...’ হাসির আড়ালে প্রবল যন্ত্রণা! জটিল রোগে আক্রান্ত অর্চনা, কী হয়েছে অভিনেত্রীর? জানুন কীভাবে আঘাত হানতে পারে এই রোগ

Last Updated:
Archana Puran Singh Disease: অভিনেত্রী অর্চনা পূরণ সিং তাঁর হাসির আড়ালেই লুকিয়ে রেখেছেন তীব্র যন্ত্রণা৷ জটিল রোগে আক্রান্ত কপিল শর্মা শো খ্যাত অভিনেত্রী৷ সম্প্রতি অর্চনার পুত্র আয়ুষ্মান শেঠি মায়ের অসুখ নিয়ে একটি রিল শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়
1/9
তাঁর দিলখোলা হাসি দেখতেই অভ্যস্ত দর্শকরা৷ তবে অভিনেত্রী অর্চনা পূরণ সিং তাঁর হাসির আড়ালেই লুকিয়ে রেখেছেন তীব্র যন্ত্রণা৷ জটিল রোগে আক্রান্ত কপিল শর্মা শো খ্যাত অভিনেত্রী৷ সম্প্রতি অর্চনার পুত্র আয়ুষ্মান শেঠি মায়ের অসুখ নিয়ে একটি রিল শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷
তাঁর দিলখোলা হাসি দেখতেই অভ্যস্ত দর্শকরা৷ তবে অভিনেত্রী অর্চনা পূরণ সিং তাঁর হাসির আড়ালেই লুকিয়ে রেখেছেন তীব্র যন্ত্রণা৷ জটিল রোগে আক্রান্ত কপিল শর্মা শো খ্যাত অভিনেত্রী৷ সম্প্রতি অর্চনার পুত্র আয়ুষ্মান শেঠি মায়ের অসুখ নিয়ে একটি রিল শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
2/9
রিলে আয়ুষ্মান তাঁর মায়ের অসাধারণ মনের জোরের ভূয়সী প্রশংসা করেছেন৷ জটিল রোগ, তীব্র যন্ত্রণা কীভাবে দিনের পর দিন কাজ করেছেন অভিনেত্রী, ওই রিলে জানিয়েছেন পুত্র আয়ুষ্মান৷ রিল দেখে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী নিজেও৷
রিলে আয়ুষ্মান তাঁর মায়ের অসাধারণ মনের জোরের ভূয়সী প্রশংসা করেছেন৷ জটিল রোগ, তীব্র যন্ত্রণা কীভাবে দিনের পর দিন কাজ করেছেন অভিনেত্রী, ওই রিলে জানিয়েছেন পুত্র আয়ুষ্মান৷ রিল দেখে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী নিজেও৷
advertisement
3/9
কিন্তু ঠিক কী রোগ হয়েছে অর্চনার৷ কোন অঙ্গে, কীভাবে হল সমস্যা৷ অর্চনার জটিল রোগ সম্পর্কে বিশদে জানালেন  আকাশ হেলথকেয়ারের ডিরেক্টর ও নিউরোলজি বিভাগের প্রধান ডা. মধুকর ভরদ্বাজ৷ সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন এই রোগের কারণ, উপসর্গ এবং প্রতিকার সম্পর্কে৷
কিন্তু ঠিক কী রোগ হয়েছে অর্চনার৷ কোন অঙ্গে, কীভাবে হল সমস্যা৷ অর্চনার জটিল রোগ সম্পর্কে বিশদে জানালেন আকাশ হেলথকেয়ারের ডিরেক্টর ও নিউরোলজি বিভাগের প্রধান ডা. মধুকর ভরদ্বাজ৷ সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন এই রোগের কারণ, উপসর্গ এবং প্রতিকার সম্পর্কে৷
advertisement
4/9
অর্চনার সমস্যার ডাক্তারি পরিভাষায় নাম কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম (CRPS)৷ অর্চনার ক্ষেত্রে এই সমস্যার শুরু হয় ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ ছবির শুটিং সেটে আঘাত পাওয়ার পর৷ এই রোগটি তাঁর হাতে স্থায়ী প্রভাব ফেলেছে। আয়ুষ্মান আরও শেয়ার করেন যে তীব্র যন্ত্রণার মধ্যেও অর্চনা একাধিক ছবি, একটি ওয়েব সিরিজে কাজ চালিয়ে গেছেন এবং ষাটের কোঠায় পা রেখেও নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন।
অর্চনার সমস্যার ডাক্তারি পরিভাষায় নাম কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম (CRPS)৷ অর্চনার ক্ষেত্রে এই সমস্যার শুরু হয় ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ ছবির শুটিং সেটে আঘাত পাওয়ার পর৷ এই রোগটি তাঁর হাতে স্থায়ী প্রভাব ফেলেছে। আয়ুষ্মান আরও শেয়ার করেন যে তীব্র যন্ত্রণার মধ্যেও অর্চনা একাধিক ছবি, একটি ওয়েব সিরিজে কাজ চালিয়ে গেছেন এবং ষাটের কোঠায় পা রেখেও নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন।
advertisement
5/9
কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম (CRPS) কী? ডা. মধুকর ভরদ্বাজ জানালেন “কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম (CRPS) অর্চনা পুরাণ সিংয়ের জীবনযাত্রার মানের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। কোনও আঘাত সেরে যাওয়ার অনেক পরেও এটি প্রায়ই তীব্র ও অসামঞ্জস্যপূর্ণ দীর্ঘস্থায়ী ব্যথার কারণ হয়, যার সঙ্গে ফোলা, শক্ত হয়ে যাওয়া এবং অনুভূতির পরিবর্তন দেখা যায়। যদিও এটি প্রাণঘাতী নয়, তবে শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত দুর্বিষহ হতে পারে এবং দীর্ঘমেয়াদি বহুমুখী চিকিৎসার প্রয়োজন হয়।”
কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম (CRPS) কী?ডা. মধুকর ভরদ্বাজ জানালেন “কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম (CRPS) অর্চনা পুরাণ সিংয়ের জীবনযাত্রার মানের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। কোনও আঘাত সেরে যাওয়ার অনেক পরেও এটি প্রায়ই তীব্র ও অসামঞ্জস্যপূর্ণ দীর্ঘস্থায়ী ব্যথার কারণ হয়, যার সঙ্গে ফোলা, শক্ত হয়ে যাওয়া এবং অনুভূতির পরিবর্তন দেখা যায়। যদিও এটি প্রাণঘাতী নয়, তবে শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত দুর্বিষহ হতে পারে এবং দীর্ঘমেয়াদি বহুমুখী চিকিৎসার প্রয়োজন হয়।”
advertisement
6/9
কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোমের কারণডা. ভরদ্বাজ জানান, এটি মূলত কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী স্নায়ুতন্ত্রের কোনও ব্যাঘাত বা আঘাতের কারণে হতে পারে।
 “হাত বা পায়ের গুরুতর আঘাতের পরেও এটি দেখা দিতে পারে। হাড় ভেঙে যাওয়া বা টুকরো টুকরো হয়ে যাওয়া থেকেও হতে পারে এই সমস্যা’৷
কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোমের কারণডা. ভরদ্বাজ জানান, এটি মূলত কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী স্নায়ুতন্ত্রের কোনও ব্যাঘাত বা আঘাতের কারণে হতে পারে।“হাত বা পায়ের গুরুতর আঘাতের পরেও এটি দেখা দিতে পারে। হাড় ভেঙে যাওয়া বা টুকরো টুকরো হয়ে যাওয়া থেকেও হতে পারে এই সমস্যা’৷
advertisement
7/9
CRPS বড় বা ছোট অন্যান্য আঘাতের ফলেও হতে পারে, যেমন— গোড়ালি মচকে যাওয়া, সংক্রমণ, হার্ট অ্যাটাক বা অস্ত্রোপচার। তিনি আরও বলেন, “যে কেউ এমন আঘাত পেলে যে অবশ্যই CRPS হবে, এমন নয়। শরীরের ভিন্ন ধরনের প্রদাহজনিত প্রতিক্রিয়া এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী স্নায়ুতন্ত্রের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক এর কারণ হতে পারে।”
CRPS বড় বা ছোট অন্যান্য আঘাতের ফলেও হতে পারে, যেমন— গোড়ালি মচকে যাওয়া, সংক্রমণ, হার্ট অ্যাটাক বা অস্ত্রোপচার। তিনি আরও বলেন, “যে কেউ এমন আঘাত পেলে যে অবশ্যই CRPS হবে, এমন নয়। শরীরের ভিন্ন ধরনের প্রদাহজনিত প্রতিক্রিয়া এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী স্নায়ুতন্ত্রের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক এর কারণ হতে পারে।”
advertisement
8/9
কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোমে (CRPS) প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করলে উপসর্গের উন্নতি হয়। এর কোনও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই৷ সাধারণত রোগীর অবস্থা অনুযায়ী একাধিক চিকিৎসা পদ্ধতির সমন্বয় প্রয়োজন হয়।
কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোমে (CRPS) প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করলে উপসর্গের উন্নতি হয়। এর কোনও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই৷ সাধারণত রোগীর অবস্থা অনুযায়ী একাধিক চিকিৎসা পদ্ধতির সমন্বয় প্রয়োজন হয়।
advertisement
9/9
চিকিৎসার মধ্যে থাকতে পারে— ব্যথানাশক ওষুধ, অ্যান্টিডিপ্রেস্যান্ট, অ্যান্টিকনভালস্যান্ট, কর্টিকোস্টেরয়েড ইত্যাদি। এছাড়াও হিট থেরাপি, টপিক্যাল অ্যানালজেসিক, স্পাইনাল কর্ড স্টিমুলেশন, আকুপাংচার এবং মিরর থেরাপি প্রভৃতি ব্যথা উপশমে সহায়ক হতে পারে, বলে মানিকন্ট্রোলকে জানান ডা. ভরদ্বাজ।
চিকিৎসার মধ্যে থাকতে পারে— ব্যথানাশক ওষুধ, অ্যান্টিডিপ্রেস্যান্ট, অ্যান্টিকনভালস্যান্ট, কর্টিকোস্টেরয়েড ইত্যাদি। এছাড়াও হিট থেরাপি, টপিক্যাল অ্যানালজেসিক, স্পাইনাল কর্ড স্টিমুলেশন, আকুপাংচার এবং মিরর থেরাপি প্রভৃতি ব্যথা উপশমে সহায়ক হতে পারে, বলে মানিকন্ট্রোলকে জানান ডা. ভরদ্বাজ। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement